***** নবী রাসুল (সাঃ) কবর - TopicsExpress



          

***** নবী রাসুল (সাঃ) কবর স্হানান্তর !!! ??? ***** নবী রাসুল (সাঃ) কবর স্হানান্তর মূলক খবর যঘন্য বিভ্রান্তিকর মিথ্যাচার । বিদ্যুতের বেগে মিডিয়া থেকে মিডিয়ায় প্রচার হয়েছে নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর শরীফ’কে স্থানান্তরের পরিকল্পনার সংবাদ । অনলাইন, ব্লগ, ম্যাগাজিন, দৈনিক পত্রিকা, ফেসবুক, টুইটার এবং মিডিয়া কোথাও বাদ নেই । আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে চলছে বিষয়টি নিয়ে । কিন্তু এর বাস্তবতা কি ? শরীয়ত সম্মত কি না ? আসলেই এরকম কোন পরিকল্পনা হয়েছিল কি না ? তা নিয়ে কারো মাথা ব্যাথ্যা নেই । মিথ্যা সংবাদ, মিথ্যা কথা, মুখরোচক বিষয় মানুষের কাছে এত প্রিয় যে, দ্রুততম সময়ে তা প্রচার করতে না পারলে যেন তার পেটের ভাত হজমই হয় না । সংবাদ মাধ্যমে খবর’টির এত হিড়িক দেখে ফোন করা হয়েছিল, মসজিদে নববীর বাউণ্ডারী সংলগ্ন প্রতিষ্ঠিত কোর্টের অন্যতম সম্মানিত বিচারক “শাইখ হাসান সা’দ আল গামেদী”র কাছে । তিনি বললেন, এটি একটি অপপ্রচার । একটি মিথ্যা সংবাদ । সৌদী সরকার এরকম কোন পরিকল্পনা কখনই নেয়নি । তাছাড়া এটা শরীয়তের সম্পূর্ণ খেলাফ । তাই এদেশের মুফতী’দের পক্ষ থেকে এধরণের ফতোয়া প্রদানের প্রশ্নই উঠে না । তিনি বললেন, মসজিদে নববী দক্ষিণ তথা কিবলার দিকে সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দেয়া হয়েছে । আয়েশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর ওফাতের পর সাহাবীগণ তাঁর দাফন কোথায় হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছিলেন । তখন আবু বকর (রাঃ) যে কথা বলেছেন তা আমি ভুলি নি । তিনি বলেছেন, আল্লাহ তায়ালা নবীদেরকে এমন স্থানেই মৃত্যু দান করেন, যেখানে দাফন হওয়া ঐ নবী পছন্দ করতেন । অতএব তাঁর বিছানার স্থানেই তাঁকে দাফন কর । (তিরমিযী হাদীস নং - ১০১৮) মিথ্যা সংবাদ বিশ্বাস ও প্রচার করা থেকে সকলেই সতর্ক থাকা দরকার । অন্যথা আপনি এই হাদীছ অনুযায়ী মিথ্যাবাদী গণ্য হবেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে (তা যাচাই-বাছাই না করে) তাই বলে বেড়াবে ।” (সহীহ মুসলিম) শেইখ আব্দুল্লাহ আল-কাফি বৃটিশ সাংবাদিক ইন্দ্র জোনসনে’র লেখা খবর এক বড় ধরনের মিথ্যারোপ ও ইসলামের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্র । সউদী আরবের আরবী পত্রিকায় এর জোরাল নিন্দা প্রতিবাদ করা হয়েছে এতে বলা হয়েছে মুসলিমদের মধ্যে অনৈক্য বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টির জন্যই তা প্রচার করা হয়েছে । এ যমিন যত দিন থাকবে ততদিন তাঁর কবর অবশিষ্ট থাকবে । আল্লাহ্‌ তালা আমাদের জানার ও বুঝার তওফিক দান করুন । আমীন । < এই পোষ্ট আপনারা শেয়ার করুন এবং অন্য মুসলিম ভাই ও বোনদের জানান । এ জন্য আপনিও সওয়াব এর অধিকারী হবেন এবং আমাদের ম্যাসেজ না দিয়ে পোষ্ট দিবেন । আর কমেন্ট এ প্রশ্ন না করে,পোষ্ট করে প্রশ্ন করবেন । তাহলে আমাদের জন্য সুবিধা হয় > [ ফেসবুক এর নিয়ম অনুযায়ী আপনি যদি আমাদের পোষ্টে লাইক / কমেন্ট না দেন তাহলে আমাদের পরবর্তী পোস্ট আপনার হোম পেজ এ যাবে না । তাই লাইক / কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকুন ]
Posted on: Mon, 08 Sep 2014 15:00:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015