পথশিশুরা আমাদের সমাজের - TopicsExpress



          

পথশিশুরা আমাদের সমাজের একটা অংশ বাড়ছে মাদকাসক্ত পথশিশুর সংখ্যা ইমরান হোসাইন আকাশ : পথশিশুদের প্রায় ৪৪ ভাগ ধূমপান করে। রাতে ঘুমানোর জন্য ৪১ ভাগ শিশুর কোন বিছানা নেই। তাদের প্রায় ৪০ ভাগ প্রতিদিন গোসল করতে পারে না ও ৩৫ ভাগ শিশু খোলা জায়গায় পায়খানা করে। কোন মতে খাবার জোগাড়ের জন্য ৮০ ভাগ পথশিশু বিভিন্ন ধরনের কাজ করে। দেশে পথশিশুরা নানা ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদক রোধে মাদকাসক্তি নিরোধ সংস্থা থাকলেও বাস্তবমুখী পদক্ষেপের অভাবে অবাধে মাদক ব্যবহারে বেশির ভাগ পথশিশুরাই বিপথে যাচ্ছে। এসব মাদকের মধ্যে বিড়ি, সিগারেট ছাড়াও গাঁজা, মদ, পলিথিনের তৈরি সাইকেল বা মোটরসাইকেলের সলিউশন জাতীয় নেশায় আসক্ত পথশিশুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।পথশিশুদের রুখতে কোন সংস্থাই এগিয়ে না আসায় এ পথশিশুদের জীবন যাপন চরম হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়াও সঠিক জীবন যাপনে কোন সরকারি বা বেসরকারি সংস্থা এগিয়ে না আসায় এদের জীবন বিনষ্ট হয়ে পড়ছে।আমাদের দেশে শিশু অধিকার আইন শুধুমাত্র কাগজে কলমে থাকলেও বাস্তবে এসবের কোন কার্যকরী ভূমিকা নেই। ফলে পথশিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। পথশিশুরা সড়ক-মহাসড়ক বাস টার্মিনাল বড় বড় ব্রীজ সংলগ্ন স্থানগুলোতে খোলা আকাশের নীচে রাত্রি যাপন ছাড়াও লঞ্চ টার্মিনালে গুচ্ছঘরে বা রাস্তার ট্রাফিক পয়েন্টে রাত কাটিয়ে সকাল থেকে শুরু করে রাত অবধি টোকাইর কাজ করে জীবিকা নির্বাহ করে। এসব পথশিশুরা সারা বছরই অর্ধাহার-অনাহার ে দিনাতিপাত করতে হয়।সম্প্রতি এসব পথশিশুকে রাজনৈতিক বিবেক প্রতিবন্ধীরা সামান্যতম আর্থিক লোভ দেখিয়ে মিছিল-মিটিংয়ে ব্যবহার করছে। এসব খুব অল্পবয়সী পথশিশুদেরকে মিছিলের অগ্রভাগে ও পিছনে যানবাহন ভাংচুর, ঢিল ছোড়ার কাজে ব্যবহার করা হয়। যা কোন সুস্থ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের করা শুভ নয়। যা পথশিশুদের জীবনকে আরোও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এসব পথশিশুরা রাস্তায় রাস্তায় যে যার অবস্থা থেকে বিড়ি থেকে শুরু করে পলিথিনের সলিউশন দিয়ে শ্বাস টেনে নেশা করে থাকে। এদের দিন রাত বলতে কিছু নেই। এসব পথ শিশুরা নেশা করে উশৃঙ্খলতা করায় পথচারীসহ রাস্তার পার্শ্বে সাধারণ ব্যবসায়ীরা মারাত্মকভাবে বিব্রত বোধ করে থাকেন।দেশে শিশু অধিকার আইন থাকলেও এসব পথশিশুদের জন্য কোন পদক্ষেপ নেই বললে চলে। এসব পথশিশুদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলার লক্ষ্যে দেশী-বিদেশী অসংখ্য এনজিও সংস্থা কাজ করলেও বাস্তবতার নিরিখে পথশিশুদের কোন কাজ হচ্ছে না। এদের জন্য কোন কর্মমুখী বা শিক্ষা দীক্ষার উন্নত জীবন গড়ে তোলার উদ্যোগ না থাকায় দিন দিন পথশিশুদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে যাচ্ছে। দেশে পথশিশুদের কল্যাণার্থে শিক্ষা সদন প্রতিষ্ঠাকরণ সহ এদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলার লক্ষ্যে কর্মমুখী সংস্থা গড়ে তুলে এদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সকলের কর্তব্য।পথশিশুর সুষ্ঠু জীবন গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।পথশিশু আমাদের সমাজের একটা অংশ ।এদের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্ঠি করেছেন। সে হিসাবে পথশিশুদের প্রতি আমাদের রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য ।অথচ শ্রেষ্ঠ জীব হয়েও আমরা বিবেকবান মানুষেরা তা অবলিলায় দেখছি।দেখে এমন ভান করছি আমাদের যেন এদের প্রতি কোন দায়িত্ত নেই।আমরা সামরথবান ব্যক্তিরা যদি এদের পাশে এগিয়ে আশি তাহলে তারাও সুষ্ঠ জীবন জাপনের সুজোগ পাবে।আসুন আমরা এই পথশিশুদের পাশে এসে দাড়াই...।
Posted on: Sat, 23 Aug 2014 06:59:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015