পৃথিবীতে ভালবাসা থেকে - TopicsExpress



          

পৃথিবীতে ভালবাসা থেকে নিচের তিনটি শব্দ : ১. Girlfriend ২.Boyfriend ৩.Family। লক্ষ করুণ প্রথম দুইটি শব্দের শেষে end আছে। তার মানে একদিন এই ভালবাসা শেষ হয়ে যাবে.. আর তৃতীয় হল family, যার প্রথম তিনটি শব্দ FAM যার অর্থ Father and Mother শেষ তিনটিই শব্দ ILY মানে,I love you.... যার শুরু মা আর বাবাকে দিয়ে শেষ হয় একে অপর কে ভালবেসে। ফেমেলির সকলকে ভালোবাসি, মনে করি তাদের সকল স্মৃতি সকল ভালোবাসা! একবার ফোন করে বলেন বাবাকে বা মা-কে তোমাদের খুব মিস করছি, বোন তোকে মনে পরছে, ভাইয়া তোমার মতো কেউ মারে না, কেউ আর সবসময় ডাক দেয় না, এটা করবি না, ওদিকে না যাওয়াই ভালো, ইত্যাদি কথা আর কেউ বলে না। ফেমেলীর ভালোবাসা দুরে থাকলে অনুভব করা যায়, ফেমেলী আমার জন্য কি?..................
Posted on: Fri, 02 Jan 2015 14:24:42 +0000

Trending Topics



rgin-left:0px; min-height:30px;"> 10 Hal yang Bisa Membuat Pria Menangis "Cewek Cewek Dilarang
منطقه گندم بریان در شهداد: (این پست
A mídia endeuzando o Pelé, chamado de "REI " . Rei de onde ? De

Recently Viewed Topics




© 2015