প্রথমেই ক্ষমা চেয়ে - TopicsExpress



          

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঐসব ভাইদের প্রতি যারা এই পোষ্টের জন্য কষ্ট পাবেন। কিন্তু মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায়না। আজ না হয় কাল তা প্রকাশ পাবেই। কাল দেখলাম আমার ফ্রেন্ড লিষ্টেরএক ভাই জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদী সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য তুলেধরেছেন। দেখেই আমার সন্দেহ হচ্ছিল, কারন উনারা এই ব্যাপারে মিথ্যাচারে অধিকতর পারদর্শী। মক্বার সম্মানিত ইমাম সাহেবদের নিয়ে যারা মিথ্যাচার করে, ফটোশপ করে উত্তেজনাকর ক্যাপশনদিয়ে লাইক কামানোর ধান্দায় মত্ত বাশেঁর কল্লা নামক মিথ্যাবাদী পেজে এই একটি কারনে লাইক দেয়া হয়নি। ব্যপারটা এমন হয়ে দাড়িয়েছে যে, যখন দেখবেন তারা কোন সত্য নিউজ প্রচার করছে বুঝতে হবে তার মধ্যেও কোন কু-মতলব আছে। ## উনার তথ্যঃ খাঁজা মইনুদ্দীন চিশতি রহঃ ছিলেন মওদূদীর পরদাদা। উত্তরঃ সত্য। নূহ (আঃ) এর ছেলে কেনান ও উনার থেকে কম ভালো বংশধর ছিলনা। ## নাজজাসীর পরে একমাত্র মানুষ যার গায়েবানা জানাজা হয়েছে কাবা চত্বরে। উত্তরঃ ভুল, সে নিউইয়র্কের বাফেলোতে ৭৯ তে মারাযায়। ইউসুফ কার্জাভী লাহোরের কুজাপি মাঠে জানাযা পড়ায়। কাবায় জানাযা হয়নি৷। অবশ্য ক্বাবা নিয়ে আপনাদের মিথ্যাচার নতুন কিছু নয়। ## তাঁর রচিত তাফহীমূল কোরআন মদীনা বিশ্ববিদ্যালয়েরপাঠ্য­। উত্তরঃ বইটি ৭২ সালেলেখা শেষ হয়। এবং কখনোই পাঠ্য নয়। ফাজলামোর একটা সীমা থাকা দরকার। ## উপমহাদেশের সবচেয়ে বৃহত্ ইসলামী দল এবং ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাতা তিনি।!!! উত্তরঃ একদমই ভুল। উনারা মনে হয় ছোট বড় এর পার্থক্য জানেন না। আসলে অন্ধ ভক্ত হলে যা হয় আরকি, তিলকে তাল বানিয়ে ফেলেন। এত্ত বড় দল আর পাকিস্তানে এবার একটি আসন পেয়েছে মাত্র!!!! ## পৃথিবীর ষোলটি বিশ্ববিদ্যালয়ে তাঁর উপর পড়ানো হয়। উত্তরঃ আমি অনুরোধ করবো ঐসব ভাইদের হিম্মত থাকলে যেন ঐ বিশ্ববিদ্যলয়গুলোর নাম প্রকাশ করেন। কোন সত্যতা না পাওয়ায় অস্বীকার করলাম। ## মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নব্বীর পাশে যে মদীনা ভার্সিটি তার ভাইস চান্সেলর ছিলেন। উত্তরঃ সম্পুর্ণ ভুল ও ডাহা মিথ্যা কথা। এর প্রমান পাবেন লিংকে। ## মধ্যপ্রাচ্যে কোন জায়গায় তাঁর সম্পর্কে বললে তাঁকে আল ওস্তাদ আল মওদূদী ছাড়া ডাকা যায় না। উত্তরঃ ডাহামিথ্যা।পরিচিত আরব ভাইদের মুখে তার নামই শুনিনি। এমনকি অনেক আরব ওলামা তার নামই জানেন না উস্তাদ ডাকবেন তো দূরের কথা। ## মক্কাতে মওদূদী নামে একটি রাস্তা আছে। উত্তরঃ গুগল ম্যাপটাতো আর খামাখাদেয়নি। এসব মিথ্যাচারের প্রমানগুগল ম্যাপে মক্কা সিটি দেখলেই বুঝতে পাবরেন। ## তিনি মদীনা ভার্সিটির স্থপতি ছিলেন। উত্তরঃ আপনাদের বিবেক বুদ্ধি যে বিকারগ্রস্থ তা বলার অপেক্ষা রাখেনা, নিজ দলের ইতিহাস সম্পর্কেও ঠিক মতো জানেন না। মদিনা ভার্সিটি ৬১ সালে প্রতিষ্ঠিত। ৫৮ সালে জামায়াত নিষিদ্ধ হওয়ায় সে নজর বন্দি ছিলো। ## অসংখ্য ইসলামী সাহিত্যের রচিয়তা। উত্তরঃ রেজা খান বেরেলভীও উনার চাইতে কম ইসলামী সাহিত্য রচনা করেন নি। কিন্তু তাতে ইসলাম আকৃতির চেয়ে ইসলাম বিকৃতির মহড়াইবেশি দিয়েছে। en.m.wikipedia.o rg/wiki/ Islamic_Universi ty_of_Madinah en.m.wikipedia.o rg/wiki/ Tafhim-ul-Quran তাফহীমে উল্লেখিত লিঙ্কের বক্তব্য সমূহ আছে। যা আরবদেরকাছেঅগ্রহণযোগ্যঃ peaceinislam /mahmud/ 5985/ তার সম্পর্কে আরো বিস্তারিত দেখুন প্রথম কমেন্টে — with মুজাহিদ এহসানand 17 others. Islamic University of Madinah - Wikipedia, the free encyclopedia The Islamic University of al-Madinah al-Munawarah (Arabic:الجامعة الإسلامية بالمدينة المنورة) was founded by the government of Saudi Arabia by a royal decree in 1961 AD (1381 AH)in the Islamic holy city of Medina.[2]
Posted on: Sat, 27 Jul 2013 21:45:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015