প্রশ্নোত্তরে আল কায়েদাঃ - TopicsExpress



          

প্রশ্নোত্তরে আল কায়েদাঃ ২ (১১-২০ এর উত্তর) ১১। আল কায়েদার শাখাগুলোর নাম কি ও অবস্থান কোথায় ? উত্তরঃ সর্বদিক বিবেচনায় আমরা আল কায়েদার দুই ধরনের শাখা দেখতে পাই । এক. হিডেন সেল দুই. ঘোষনার মাধ্যমে আনুগত্য স্বীকারকারী সেল কিংবা আল কায়েদার সাথে সংশ্লিষ্টতা থাকা সেল এক. হিডেন সেলঃ নামেই এর পরিচয় আছে । এটি পুরোটাই হিডেন । বলা যায় পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থাগুলোর মতোই এর ভূমিকা । এর সদস্যরা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে । এটি সময় অনুযায়ী সক্রিয় হয় ।বাকী সময় নিরব থাকে । পৃথিবী ব্যাপি সাধারন সমর্থকেরাও এই শাখার অর্ন্তভূক্ত করা যায়। দুইঃ ঘোষনার মাধ্যমে প্রতিষ্ঠিত সেলঃ 1. AQIS (আল কায়েদা ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট) :ভারতীয় উপমহাদেশ 2. AQIP (আল কায়েদা ইন এরাবিক পেনিনসুলা): ইয়েমেন 3. জাবহাতুন নুশরা : সিরিয়া 4. জামায়াতু আহলিস সুন্নাহ লাদ্দাওআতি আল জিহাদ (বোকো হারাম) : নাইজেরিয়া 5. তালেবান :আফগানিস্তান 6. আনসারুশ শরিয়া :লিবিয়া 7. তেহরিক ই তালেবান :পাকিস্তান 8. বাইত আনসার আল মাকদিস :মিশর 9. আল শাবাব :সোমালিয়া 10. আব্দুল্লাহ আযযাম ব্রিগেড :লেবানন , ফিলিস্তিন,মিশর,সিরিয়া 12. ইমারাতে ককেশাশ :চেচনিয়া 13. Harkat-ul-Jihad al-Islami (হুজি) : পাকিস্তান,ভারত বাংলাদেশ 14. Moro Islamic Liberation Front (MILF): ফিলিপাইন 15. Movement for Oneness and Jihad in West Africa (মুজাও) : আলজেরিয়া ও মালি 16. আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব (AQIM) : আলজেরিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার এবং তানিশা 17. Islamic Movement of Uzbekistan (IMU): উজবেকিস্তান 18. East Turkestan Islamic Movement : চীন ও সমগ্র মধ্য এশিয়া 19. Jaysh al-Islām : ফিলিস্তিন ও মিশর 20. Mujahideen Shura Council in the Environs of Jerusalem: ফিলিস্তিন 21.Jaish-e-Mohammed: কাশ্মীর 22. হরকাতুল মুজাহিদিনঃ(HUM) ইন্ডিয়া,পাকিস্তান 23. লস্কর ই তয়্যেবাঃ ইন্ডিয়া ,পাকিস্তান 24. জুনদুল্লাহঃ পাকিস্তান 25. Jemaah Islamiyah: দক্ষিন পূর্ব এশিয়া (ইন্দোনেশিয়া) 26. JAmah Abu Sayyaf : ফিলিপাইন ,মালয়েশিয়া 27. আহরার আল শামঃ সিরিয়া 28.Ansar al-Islam: সিরিয়া এগুলো ছাড়াও আরো কিছু স্থানে সক্রিয় শেল আছে । প্রত্যেকটি শেলেরই স্বকীয়তা আছে । প্রতিষ্ঠার পরে তারা আল কায়েদার আমীর এর কাছে বায়াত দেয় । আল কায়েদা বিভিন্ন প্রশিক্ষক এবং বিভিন্নভাবে সেলকে সহযোগীতা করে । অনেক সেলের আমীর আল কায়েদার শূরা কমিটির সদস্য । ১২। শায়খ আইমান আল জাওয়াহারীর হাফিঃ সম্পর্কে কিছু তথ্য জানতে চাই । উত্তরঃ একটা ব্যক্তি নিয়ে দুচার লাইনে কোন কিছু বলা সম্ভব নয় । এই প্রশ্নের উত্তর https://en .wikipedia .org /wiki/Ayman_al-Zawahiri এখানে পাবেন ।তাছাড়াও উনার একটা ঘটনা খুব অসাধারনঃ শায়খ উসামাকে শায়খ আইমান জিজ্ঞাস করলেন, ‘আপনারা সবাই কি ঠিক আছেন? আপনার পরিবার কি সহি সালামাতে আছে?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ তারপর তিনি বললেন, ‘আপনার পরিবারকে এক বিমান হামলায় শহীদ করা হয়েছে’। শায়খ আইমান আল্লাহর প্রশংসা করলেন এবং কৃতজ্ঞতা জানাতে আল্লাহ আযযাওাজালের প্রতি সিজদাহ করলেন। আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের জন্য তা ছিল কঠিন একদিন। এরপর তিনি উঠলেন এবং আমাদের সাথে কথা বলা শুরু করলেন। তিনি আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া জানিয়ে বললেন, ‘হে আমার ভাইয়েরা! প্রকৃতপক্ষে এই দুনিয়া হল পরীক্ষাসরূপ এবং আখিরাতে পাড়ি দেবার রাস্তা। আমি আল্লাহকে আমার সাক্ষী রেখে আর আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে আল্লাহ আমার জন্য যা পছন্দ করেছেন তার প্রতি আমি সন্তুষ্ট। তিনি রাজাধিরাজ, তিনি সকল বিষয়ের মীমাংসাকারী, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল তাঁরই, এবং তিনি আমাদের ব্যাপারে আমাদের চাইতে বেশি ওয়াকিবহাল।’ এরপর তিনি আমাদের শায়খ উসামার (যিনি তাঁর চোখকে হাত দিয়ে ঢেকে কাঁদছিলেন) দিকে তাকিয়ে বললেন, ‘হে আমাদের আমীর! আপনি জেনে রাখুন যে আমাদের পরিবার এই আফগানিদের পরিবারের চেয়ে, ফিলিস্তিনিদের পরিবারের চেয়ে, ইরাকিদের পরিবারের চেয়ে বেশি দামি হয়ে যায়নি। আল্লাহ কসম! আমার কাছে আমার পরিবার আর তাদের পরিবার সমান। সুতরাং তাদের জন্য আল্লাহর রহমত আর ক্ষমা চেয়ে দোয়া করুন। এই যুদ্ধ ইসলামের বিরুদ্ধে কাফির গোষ্ঠীরা চালিয়ে যাচ্ছে, তাই আমরা প্রস্তুতি নেই যা আমাদের উপর আসবে তার জন্য, এবং সর্বাবস্থাতেই সমস্ত প্রশংসা আল্লাহর।’ ১৩। মোল্লা ওমর হাফিঃ কে ? উত্তরঃ তালেবান প্রধান ।ও আমিরুল মুমেনিন ।ওসামা বিন লাদেন থেকে শুরু করে সারা বিশ্বের মুজাহিদ গন আমিরুল মুমেনিনকে বায়াত দিয়েছেন । ১৪। তালেবান কি ? এদের কার্যক্রম কি ? উত্তরঃ তালেবান হলো আফগানিস্তানের মুজাহিদিনদের জামাহ ।এদের কার্যক্রম ক্ষুদ্র লেখাতে আলোচনা অসম্ভব । ইমারাতে আফগানিস্তান আফগানের ৮৫ ভাগ এলাকা নিয়ন্ত্রন করে এবং ইসলামী শরীয়া প্রুতিষ্ঠিত করেছে । ন্যাটো ও আফগান তাগুত শাষকের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছে তালেবান। ১৫। আল কায়েদা কি শুধু মুসলিম দেশগুলোর বিরুদ্ধেই লড়াই করে ? উত্তরঃ আল কায়েদা গ্লোবাল নেটওয়ার্ক । কাফির এবং এদের পাচাটা মুসলিম শাষক ও তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে আল কায়েদা লড়াই করে । ১৬। আল কায়েদার শত্রু কারা ? উত্তরঃ ইসলামের শত্রুরাই আল কায়েদার শত্রু । সমস্ত কাফির,মুরতাদেরা আল কায়েদার শত্রু । ১৭। আল কায়েদা কি আমেরিকার এজেন্ট ? উত্তরঃ সম্পূর্ণ বোকামী পূর্ণ প্রশ্ন । আল কায়েদার কারনে আমেরিকা আজ ১৭ ট্রিলিয়ন ঋণ এর ফাদে পরে আছে । আমেরিকা Drone হামলা চালিয়ে আল কায়েদার অসংখ্য মুজাহিদ শহীদ করেছে ।এই অবস্থায় প্রশ্ন কারী কিভাবে এইরকম প্রশ্ন করে তা বোধগম্য নয় । ১৮। আল কায়েদা কি সিআই এর এজেন্ট ? উত্তরঃ না । বরং সি আই ইয়ের উপর সফল হামলা চালাতে পেরেছে একমাত্র আল কায়েদাই । ১৯। আল কায়েদার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া বিখ্যাত কয়েকজনের তালিকা চাই । উত্তরঃ আফিয়া সিদ্দিকি ,তারিক মেহান্না ,বাবর আহমেদ সহ অনেকে । ২০। আল কায়েদার টার্গেট কি শুধু মানুষ হত্যা ? উত্তরঃ ২,৩ নং উত্তর দ্রষ্টাব্য #জাতির_চাচা
Posted on: Mon, 22 Dec 2014 05:17:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015