ফাইনাল সাজেশান: - TopicsExpress



          

ফাইনাল সাজেশান: সাম্প্রতিক আন্তর্জাতিকঃ 03 ♧♣প্রাকৃতিক দূর্যোগ এবং বিশ্ব সংঘাতঃ * উলঙ্গ করে তল্লাশি চালানো ইন্ডিয়ার মহিলা কুটনৈতা দেবযানী খোবরাগারের নিউইয়র্কে অভিযোগ গঠন। * 15 জানুয়ারি 15 কেনিয়ার নাইরোবির শপিংমলে ব্যাপক হামলার বিচার শুরু। * ফেব্রুয়ারি 4, লিবিয়া তার সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করৃ। * ফেব্রুয়ারি 12, যাত্রীবাহি বিমান ধ্বংস হয়ে শতাধীক লোক নিহত। * মার্চ 8, 239 জন যাত্রী নিয়ে মালেশিয়ার MH 370 বিমানটি বেইজিং এর পথে নিখোঁজ। * এপ্রিল 15, ইরাকের কুখ্যাত আবুগারিব কারাগার বন্ধ। * এপ্রিল 16, 459 জন যাত্রী নিয়ে দঃ কোরিয়াতে ফেরি ডুবিতে সরকার প্রধানের পদত্যাগ। * 8 মে, নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গীগোষ্ঠির হামলায় 300 জন নিহত। * তুরস্কের মানিসা প্রদেশের কয়লা খনি বিস্ফোরনে শতাধীক নিহত। *15 মে, বাংলাদেশের মুন্সিগঞ্জের মেঘনাতে যাত্রিবাহী লঞ্চ ডুবে প্রায় 300 যাত্রীর মৃত্য। * সুদানে দীর্ঘ 6 মাস গৃহযুদ্ধ বন্ধ করলেন প্রেসিডেন্ট সিলভা কির ও বিদ্রহী নেতা রিয়েক মাচার। *8 জুলাই; সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে দ্বিতীয় বারের মত হামলা চালায় জঙ্গীগোষ্ঠি আল শাবাব। * 8ই জুলাই জাপানের ওকিনাওয়াতে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় নিউগুরি। * 8ই জুলাই নিরীহ ফিলিস্তিনীদের বিরুদ্ধে Operation Protective Edge নামক সামরিক অগ্রাসন চালিয়ে প্রায় 2106 জন ফিলিস্তিনীকে হত্যা করে ইসরাইলীরা। * 17ই জুলাই নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে মালেশিয়া যাওয়ার পথে বোয়িং 777 MAH-17 বিমানটি 298 জন যাত্রী নিয়ে ইউক্রেনের দোনেৎস্কোতে বিধ্বস্ত হয়। * আগস্ট 3, চীনের উনপিং শহরে 6.1 মাত্রার ভূমিকম্পে হাজার হাজার হাজার হতাহত হয়। * আগস্ট 4, দুইশতাধীক যাত্রী নিয়ে বাংলাদেশের মাওয়াতে MV-পিনাক নামক লঞ্চ ডুবি। *6-7 আগস্ট গিনি, লাইবেরিয়া, সিয়েরালাওন, নাইজেরিয়াতে 1976 এর কঙ্গোর উপনদীর ইবোলা ভাইরাসের হানা। এপর্যন্ত 7000 মানুষ নিহত। * অক্টোবর 12, ভারতের অন্ধ্রু উপকূরে ঘূর্ণিঝড় হুদ হুদ এর তান্ডব । *ডিসে্ ম্বর 6, হংকং এর ছত্র বিপ্লবে পুলিশের ব্যাপক হামলা। * ডিসেম্বর 6, ফিলিপাইনে আঘাত হানে সুপার টাইফুন হ্যাগপিট। * 9ই ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীর মৃগমারি এলাকায় ট্যাংকার ডুবে 3,57,664 লিটার ফার্নেস ওয়েল ছড়িয়ে সাত প্রজাতীর ইকোলজীর সুন্দর বনের ব্যাপক ক্ষতি হয়।
Posted on: Sat, 17 Jan 2015 07:48:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015