ফেসবুক ও ইন্টারনেট নিয়ে - TopicsExpress



          

ফেসবুক ও ইন্টারনেট নিয়ে সুন্দর একটি লেখা :) যারা সম্পর্ক এবং মানুষ ভেদে আলাদা ফেসবুক আইডি ব্যবহার করে, তাদের ভেতরের চেহারাও দুটি , মানসিকতার ভেতরে ভাগ আর অভিনয় নিয়ে নিজেকে আর নিজের স্বত্তা কে ব্যাক্তিত্ববান মানুষ ত্যাগ বা ভাগ করেনা । কারন আপনার নিজের পরিচয় অন্য কারো কাছে কি তারচেয়ে বেশি জরুরী হল নিজের কাছে আসলে আপনি কি :) সোশ্যাল মিডিয়ার আইডি বদলালেই নিজেকে বদল করা যায়না, গোপনে কিছু করার প্রয়োজন হওয়া মানে সেটা এমন কিছু হতে পারে যা অন্যায় । অনেকে সম্পর্ক দুটি রাখার জন্য দুটি আইডি ইউজ করে আবার অনেকে দুই আইডি থেকে দুই ধরনের এক্টিভিটি করে থাকে, যা ভালোর চেয়ে খারাপই করে থাকে বেশি :) ইন্টারনেটের এই জগতে অনেক ভালো কিছু করা যেমন সম্ভব তেমনি শুধু শুধু নিজের সময় ও মেধা বাজে কিছুতেও ব্যায় করা যায়, আপনি কেমন আর কোনটা বেছে নেবেন সেটা আপনাকেই নির্বাচন করতে হবে । আমি ব্যাক্তিগত ভাবে এতোদিনের অভিজ্ঞতায় নিজের মত পরিস্কার ভাবে ভালো কাজে ইন্টারনেট ব্যবহার করার পক্ষে, এবং এর অনেক সুফল পেয়েছি, আর যারা ইন্টারনেট এর দুনিয়ায় বহুরুপী তারা বাস্তবেও তাই, কারন ছোট কাজ দিয়েও অনেক বড় কাজ বিচার করা যায়, আমি এমন মানুষ জীবন থেকে চিরতরে বাদ দিয়ে দিয়েছি, নিজেকেও এসব করা থেকে দূরে রেখেছি । আপনাদের করনীয় আপনাদের উপরে ছেড়ে দিলাম। সবার জন্য হ্যাপি ফেসবুকিং :) লিখেছেন - মেহেদী হাসান
Posted on: Fri, 23 Jan 2015 23:11:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015