ফেসবুক টিপস ! আপনারা - TopicsExpress



          

ফেসবুক টিপস ! আপনারা অনেকেই হয়তো ভূলে গেছেন আপনার প্রিয় ফেসবুক আইডিটি কবে খুলেছেন, কোন তারিখে খুলেছেন ?? তাই আপনাদের আজ বলব , আপনি কবে কোন তারিখে আইডিটি খুলেছে, তা কিভাবে জানবেন ! প্রথমে আপনার Profile-এ যান । দেখবেন Activity log লেখা আছে , ঐখানে যান । Activity log-এ গেলে Filter নামক একটা অপশন পাবেন , ক্লিক করে নিচে নামুন Friends লেখা দেখতে পাবেন । ক্লিক করে Friends-এ যান তারপর নিচে নামতে থাকুন , দেখবেন December 2013 November 2013 October 2013 পর পর মাস হিসেবে লেখা। সর্ব নিচে যে মাস থাকবে ঐ মাসেই আপনার আইডি খোলা হয়েছে । ঐ মাসে ক্লিক করে ভিতরে গেলে দেখবেন তারিখ লেখা , তারপর যে তারিখে খুলেছেন , ঐ তারিখটা সর্ব নিচে পাবেন!! Profile>> activity log>> filter>> friends আপনাদের সুবিধার্থে উপরে এভাবে দিলাম !! ইচ্ছে করলে আপনি এখান থেকে , আন এক্টিভ ফ্রেন্ড দের রিমোভ করতে পারবেন !! ভালো থাকক আপনার আইডি ।
Posted on: Fri, 04 Jul 2014 06:09:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015