ফুটেজটি একটি প্লেন - TopicsExpress



          

ফুটেজটি একটি প্লেন হাইজ্যাকের ঘটনা নিয়ে। প্যারিসের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বোয়িংয়ের নিয়ন্ত্রণ নেন জাঁ ক্যুয়ে নামে এক ফরাসি যুবক। না, টাকা-পয়সা কিছু দাবি করেননি। অবিলম্বে ২০ টন মেডিকেল সামগ্রী ও রিলিফ প্লেনটিতে তোলা না হলে এটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি, যা পাঠাতে হবে পূর্ব পাকিস্তানে- আর ১৩ দিন পর যার নাম হবে বাংলাদেশ। ঘটনা এমন সময়ে ঘটে যখন পশ্চিম জার্মানির ভাইস চ্যান্সেলর উইলি ব্র্যান্ডট ফ্রান্স সফরে এসে পৌছেছেন মাত্র। উদ্দেশ্য প্রেসিডেন্ট পম্পেদ্যুর সঙ্গে বৈঠক। ক্যুয়ের দাবি মেনে বিমানে রিলিফ সামগ্রী তোলা হয়। রেডক্রস ও বিমানবন্দর কর্মীদের ছদ্মবেশে পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। শেষ হয় প্রায় পাঁচ ঘন্টার এই ছিনতাই অধ্যায়। ওষুধ এবং রিলিফ সামগ্রী অবশ্য পূর্ব পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স এবং সেটার দায়িত্ব দেওয়া হয় অদ্রে দা মাল্তে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। ঘটনাটা ঘটেছিলো ৩ ডিসেম্বর ১৯৭১ সালে। একইদিন ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় এটি আলোচনায় গুরুত্ব হারায় সংবাদ মাধ্যমে। সুশীলদের কাছে ক্যুয়ের কর্মকান্ড নীতিগত দিক থেকে শাস্তিযোগ্য অপরাধ মনে হতেই পারে, কিন্তু তার জন্য আমার বিপ্লবী অভিবাদন।
Posted on: Mon, 01 Dec 2014 23:17:32 +0000

Trending Topics



7porcv2k
It amazes me how people, with each new election, act as though the
FROM THE NEWSROOM: HARTFORD, Conn. (AP) — Accountants, former
I KNOW VERY WELL HOW TO DO ABSOLUTELY NOTHING....SO FACEBOOK

Recently Viewed Topics




© 2015