ফুটবল বিশ্বকাপের সময় - TopicsExpress



          

ফুটবল বিশ্বকাপের সময় হন্ডুরাস ফুটবল দলকে নিয়ে বাঙ্গালীর বেশ উন্মাদনা ছিলো । প্রথমে এটা মজা করে শুরু হলেও পরে ব্যাপারটা অনেকদুর গড়িয়েছিল। কিন্তু বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভুলেই গিয়েছিলাম হন্ডুরাসের কথা। কিন্তু হন্ডুরাসবাসী আমাদের ভোলেনি। আজ হন্ডুরাসের নাগরিক Fredy Emanuel Melgar বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। যার মধ্যে ইংরেজী, স্প্যানিশ ভাষার সাথে সে বাংলা ভাষায়ও লিখেছে। তার স্ট্যাটাসটি ছিলো : Happy Christmas people all over the world শুভ বড়দিন মানুষ বিশ্বজুড়ে সমস্ত Orang-orang bahagia Natal di seluruh dunia Feliz Navidad todas las personas del mundo অসংখ্য ধন্যবাদ বন্ধু। পৃথিবীর অন্য প্রান্তের অন্য ভাষাভাষীর মানুষ যখন আমার মাতৃভাষায় আমাদের শুভেচ্ছা জানায় তখন সত্যিই গর্বে বুক ভরে যায়। সকলকে বড়দিনের শুভেচ্ছা। শুভ বড়দিন। (দয়া করে কেউ ফুটবল বহীর্ভুত কোনো বিষয় নিয়ে ত্যানা প্যাচানোর চেষ্টা করবেন না)
Posted on: Wed, 24 Dec 2014 18:44:03 +0000

Trending Topics



us... Its

Recently Viewed Topics




© 2015