ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ [ - TopicsExpress



          

ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ [ 1-November-2013 ] ① ওয়েব ডিজাইন / ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্ডপ্রেস (Web + Wordpress) , Course Fee: 7500 BDT/ taka ② সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ওয়ার্ডপ্রেস (SEO + Wordpress) Course Fee: 7000 BDT/ taka ►►► যারা ওয়েব ডিজাইন / ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্ডপ্রেস + সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) + ওয়ার্ড্প্রেস ও ইমেইল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য Learn Freelancing and oDesk এর পরবর্তী - ব্যাচ শুরু হচ্ছে ........ 1-November-2013 থেকে আমাদের নতুন ব্যাচ শুরু গুলো হচ্ছে WEB and Wordpress BATCH NUMBER: 07 SEO and Wordpress BATCH NUMBER: 02 ব্যাচ এর ভর্তি কার্যক্রম চলছে -- ► নোট : ইমেইল মার্কেটিং অনলাইন ট্রেনিং করতে পারবেন যারা ঢাকার বাহির এ আছেন, অথবা যারা ইমেইল মার্কেটিং অনলাইন এ করতে আগ্রহী Course Fee: 5000 BDT/ taka ◄ ==================================== ♣ ওয়েলকাম সবাইকে এবং আমন্ত্রণ জানাচ্ছি, আর আমাদের সাথে জয়েন করুন আমরা আপনার ই অপেক্ষায় .......♣ ▬►•► উত্তরায় ফ্রিল্যান্সার কমিউনিটি তৈরী হচ্ছে • আমরা এই কমিউনিটি তে ১০০ জন সদ্য নতুন ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করব- [ আমরা ইতো মধ্যে ৪১ জন বিগিনার কে নিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি ] • তাদের প্রত্যেক কে- ওয়েব ডিজাইন / ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট হিসেবে তৈরি করা হবে । • এই কমিউনিটি তে কাজ পাবার সম্পূর্ণ নিশ্চয়তা আমাদের । • যা কি না প্রত্যেক নতুন ফ্রিল্যান্সার-কে কাজ পাবার / কাজ করার বেপার-এ সম্পূর্ণ টেনশন মুক্ত রাখবে । ◄ বর্তমান সময়ের চাহিদার উপর ভিত্তি করে ল্যার্ন ফ্রীল্যান্সিং এন্ড ওডেস্ক আয়োজন করেছে ২টি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ. -------------সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে যে কোনো সময় এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে.-------------- ►►- এই প্রশিক্ষণ এস,ই,ও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওয়েব ডিজাইন / ডেভেলপমেন্টব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, গুগল এডসেন্স, ফ্রিল্যান্সিং এর শুরু থেকে এডভান্স লেভেল পর্যন্ত শিখানো হবে. ►►► যারা ওয়েব ডিজাইন / ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্ডপ্রেস + সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ও ওয়ার্ড্প্রেস এর উপর প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য Learn Freelancing and oDesk এর পরবর্তী ওয়েব ডিজাইন / ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্ডপ্রেস (Web + Wordpress) , অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ওয়ার্ড্প্রেস (SEO + Wordpress) এর ব্যাচ শুরু হচ্ছে ........ Come fast ... Join with us ==================================== Details : বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী ওয়েব ডেভেলপমেন্ট টুল - ওয়ার্ডপ্রেস শিখে আপনি সহজেই ওয়েব ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে পারেন! ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সে যা যা শেখানো হবেঃ 1: Web Design, Development and Wordpress Theme Customization and plugin development Course DETAILS: ☑1. Local host installing ☑2. Introducing ☑3. Html , CSS ☑4. Basic PHP ☑5. Web Template Creation ☑6. Responsive Layout Design ☑7. HTML to WordPress Conversion ☑8. Custom Template, Curry Base Template ☑9. Wezet and Wezet Area Create ☑10. Custom Post, Field and Textnomi ☑11. Creating a Theme Options (WP) ☑12. SEO friendly website creation. ☑13. Content posting and decorating ☑14. Plugins installing and management ☑15. Theme installing and management ☑16. Dynamic website building ☑17. Full site updating ☑18. All Settings ☑19. All visitor statistics ☑20. SEO friendly website creation. কোর্সের সময়= ৪০-৪৮ ঘণ্টা, প্রত্যেক ক্লাস ৯০ মিনিট, সপ্তাহে ৩ দিন, ৭৫০০ টাকা যোগাযোগের ঠিকানা: House: 01 (3rd Floor), Road: 01, Sector: 06 (East Side of House Building Over Bridge), Uttara [[ House Building ]]. Google map: goo.gl/nsxei Phone: 01835 397 607 ======================================= Details : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রয়োজনীয়তাঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এখন অনলাইন ক্যারিয়ার গড়ার মধ্যে অন্যতম একটা মাধ্যম। আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল সকল প্রকার “অনলাইন মার্কেটিং” এর প্রাণ। কারণ আপনি এসইও জানলে আপনি অনলাইন মার্কেটিং এর যেকোন ফরম্যাট এ কাজ করতে পারবেন, যেমন আপনি ব্লগিং করে (গুগল এডসেন্স), অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, সিপিএ, পিপিসি ইত্যাদির মাধ্যমে ক্যারিয়ার গড়তে পারেন। অনলাইনের স্মার্ট ক্যারিয়ার এর মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্যতম। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা এসইও কনসালটেন্ট প্রতিমাসে $৫০০-$৫০০০ ডলার বা তার ও বেশি আয় করতে পারেন তার স্কিল ও এক্সপেরিয়েন্স এর উপর ভিত্তি করে। বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করেন তাঁদের মধ্যে ৪০% ফ্রিল্যান্সারই এসইও কে ১ম পছন্দ হিসাবে বেছে নিয়েছেন। আর এর মধ্যে ৫-১০% এসইও এক্সপার্ট বেশ ভালো মোটা অংকের আয় করে থাকেন শুধুমাত্র ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং করে। আর নতুন হিসাবে সবার প্রথম পছন্দের তালিকায় রয়েছে ফ্রিল্যান্সিং আর এই “ ল্যার্ন ফ্রীল্যান্সিং এন্ড ওডেস্ক ” মূল উদ্দেশ্য হল একজন উদেয়মান নতুন ফ্রিল্যান্সারকে সঠিক গাইডলাইন প্রদান করে তার ক্যারিয়ারকে আরো সবলিল করে গড়ে তোলা। সঠিক গাইডলাইন ও কিছু কৌশলের মাধ্যমে আপনি ও হতে পারেন একজন এক্সপার্ট এসইও ওয়েবমাস্টার। এর এই ট্রেনিং সেশন এ ঠিক তাই শেখানো হবে যেটা আপনার অনলাইন ক্যারিয়ারকে আরো মজবুত করে গড়ে তুলবে। “ এসইও + Wordpress ” কি কি থাকছে “ এসইও ” এর সিলেবাসে? মূলত আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর খুঁটিনাটি কাজ করে থাকেন কিংবা নিজে চেষ্টা করেও শিখতে পারছেন না তাহলে এটা আপানার জন্য সবচেয়ে উপযোগী! কিন্তু নতুনদের ও হতাশ হবার কিছু নেই। নতুনদের জন্যেও আছে বিশেষ ব্যবস্থা। এতদিন হয়তো সবাই শিখে এসেছেন ব্যাকলিংক কিভাবে করতে হয়, কিন্তু এবার আপনারা পাবেন সার্চ ইঞ্জিন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা। যার মধ্যে রয়েছে। সার্চ ইঞ্জিন কি? Off page optimization 1. Directory Submission 2. Social Bookmarking submission. 3. Blog comment. 4. Article Submission. 5. Forum Profile Creation & Posting. 6. Web 2.0 account creation & Link wheel. 7. Business listing or citation or local listing. 8. Press Release submission 9. Profile creation with business information. 10. Rss feed Submission. 11. How to pinged a website. On page optimization 1. Title Tag Optimization 2. Meta Keyword Optimization 3. Meta Description Optimization 4. Header Tag Optimization 5. Image Alt Tag Optimization 6. Google Analytics Optimization 7. Alexa Traffic Optimization 8. Google Web Master Tools 9. GEO Sitemap & KML Optimizations 10. Bing & Yahoo Web Master Tools 11. Robots Tag Optimization 12. Anchor Text Optimization কি কি থাকছে “ Wordpress ” এর সিলেবাসে? ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিচার ওয়ার্ডপ্রেস সিমান্টিক ওয়ার্ডপ্রেস ইন্সটেলেসন রিকোয়ারমেণ্ট ইনস্টলিং ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস সাইট ট্যুর ওয়ার্ডপ্রেস সেটিংস পার্মালিঙ্ক সেটিংস ওয়ার্ডপ্রেস থিম নিবার্চন, ইন্সটল ও পরিবর্তন ওয়ার্ডপ্রেস ইউজেটের ব্যবহার মেনুর ব্যবহার ও তৈরি করা ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটেলশন ও কনফিগেরেশন কিভাবে টেস্কট, ভিডিও , ইমেইজ কনটেন্ট যোগ করবেন পোস্ট ও পেইজের পার্থক্য হোমপেইজ সেটিংস ওয়ার্ডপ্রেস এস ই ও কোর্সের সাথে রয়েছে- ☛ কমার্শিয়াল প্রজেক্টের উপর এক মাস ফ্রী ইন্টার্নশীপ যা একজন প্রশিক্ষনার্থীকে দক্ষ করে গড়ে তুলতে এবং কোর্সগুলি সম্পন্ন করার পর সরাসরি কমার্শিয়াল কাজে নিজেকে সম্পৃক্ত করার যোগ্যতা অর্জন করবে। কোর্সের সময়= ৪০-৪৮ ঘণ্টা, প্রত্যেক ক্লাস ৯০ মিনিট, সপ্তাহে ৩ দিন, ৭০০০ টাকা ====================================
Posted on: Sun, 03 Nov 2013 03:20:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015