বিজ্ঞানময় কুরআন - TopicsExpress



          

বিজ্ঞানময় কুরআন -৬ আসসালামু আলাইকুম, কেমন কাটছে আপনাদের রমজান। ইফতারের সময় বেশী করে ছোলা খাবেন। সেহরীর সময় বেশী করে পানি খাবেন। পেটের কিছু অংশ খালি রাখুন। আমরা সবাই হয়তো খুব জাঁকজমকপূর্ণ করে ইফতার করি। কিন্তুু এমন অনেকেই আছেন যারা সেহেরি ঠিকমত করার সুযোগ পাননি। সবাই সাধ্যমত এদের পাশে দাঁড়ানো উচিত। এইবার আসা যাক নিয়মিত বিষয়ে। আজ আমরা আলোচনা করবো পৃথিবীর ছাদ আদৌ কি এবং এই সম্পর্কে কুরআনের বাণী কি? "আমরা আকাশে একটি সংরক্ষিত ও নিরাপত্তার ছাদ বানিয়েছি।" (সূরা আম্বিয়া : ৩২)। আয়াতটি বলছে আকাশে এমন কিছু আছে যা পৃথিবীকে নিরাপত্তা দেয়। ১.আমাদের পৃথিবীল বায়ুমন্ডলের উপরিভাগ কোটি উল্কাপাত থেকে হামেশা রক্ষা করছে। এটা এমন কিছু যা পৃথিবীকে নিরাপত্তা দেয়। ২. বায়ুমন্ডলের একেবারে উপরিভাগে ভ্যান- এলেন-বেল্ট নামের একটি অতিরিক্ত স্তর রয়েছে। এই স্তরটি প্রায় ৬০,০০০ কিলোমিটার উপরে অবস্থিত। এই স্তর শুধুমাত্র সেই সমস্ত রশ্মিই পৃথিবীতে আসতে দেয় যা আমাদের জন্য ক্ষতিকর নয়। এটা সত্যি বিষ্ময়কর যে শুধু রেডিও ওয়েভ বা আল্ট্রা ভায়োলেট রে এর মত ক্ষতিকর রশ্মিগুলোই পৃথিবীতে আসতে পারে না। যা আমাদের জন্য ক্ষতিকর। একইসাথে এই স্তর সূর্যের ক্ষতিকর কসমিক রে কে পৃথিবীকে আসতে বাধা দেয়। অতিরিক্ত কম ঘনত্বের কারণে, এই স্তরটি আয়োনিত বা প্লাজমা অবস্থায় আছে। এই প্লাজমা মেঘ প্রায় ১০০ বিলিয়ন আনবিক বোমার (হিরোসিমায় মাত্র ১ টা ফেলা হয়েছিল) সমান পরিমান ক্ষতিকর শক্তি বিশিষ্ট রশ্মিকে আটকিয়ে দিতে পারে! ৩. আবার এই স্তর পৃথিবীকে মহাকাশের অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা করে, যা মাইনাস ২৭০ ডিগ্রি সেন্টিগ্রেড। দেড় হাজার বছর আগে মহানবী (স কি করে জানলেন, পৃথিবীর উপরের এই সংরক্ষিত আর নিরাপত্তার ছাদের কথা ? তার এই তথ্যের উৎস কোথায় ?
Posted on: Fri, 12 Jul 2013 08:34:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015