>> বাংলাদেশে আজ কারিগরী - TopicsExpress



          

>> বাংলাদেশে আজ কারিগরী শিক্ষাকে অবমাননা করা হচ্ছে। তাদের engineer তের ২য় পদবি থেকে নামিয়ে ৩য় পদবি দেওয়ার ষড়যন্ত্ল চলছে। কিন্তু বাংলাদেশ সরকার কি জানে না, কারিগরী শিক্ষা ছাড়া একটা দেশের উন্নয়ন সম্ভব নয়। কারিগরী শিক্ষাকে বাদ দিয়ে 2021 সাল কেন 2050 সালেও DIGITAL বাংলাদেশ গড়া সম্ভব হবেন। বিশ্বের উন্নত দেশের দিকে খেয়াল করলে দেখা যায়, দক্ষিন কোরিয়ার 96% , SINGAPUR এ 74%, UK তে 43%, INDIA তে 17% এমন অনেক দেশের মানুষ করিগরী শিক্ষায় শিক্ষিত। কিন্তু BANGLADESH এ মাত্র 4% মানুষ কারিগরী শিক্ষা পড়ে। আর তাদেরকে যদি অবহেলা করা হয় তবে এদেশে কি কারিগরী শিক্ষা থাকবে??? এ দেশ কোন দিন উন্নত হবে কি??? সবশেষে একটা কথা বলতে চাই আমাদের 2 দফা দাবি মেনে নেন, আর আমাদের DIPLOMA IN TECHNICIAN না বলে DIPLOMA IN ENGINEER এর মান দেন। ঘরে ঘরে কারিগরী শিক্ষা পৌছায়ে দিন। তবেই এ দেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হবে। ---- G.M. SALMAN SAKIR (Dhaka polytechnic institute)
Posted on: Sun, 29 Sep 2013 06:43:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015