* বাংলাদেশের অর্থনৈতিক - TopicsExpress



          

* বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ৩৬৭ কি.মি. বা ২০০ নটিক্যাল মাইল। * বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা-১২ নটিক্যাল মাইল।[১ নটিক্যাল মাইল = ১.৮৫৩১৮ কি. মি.]। * বাংলাদেশের সোপান এলাকা গঠিত আজ হতে-প্রায় ২৫ হাজার বছর পূর্বে। * লালমাই পাহাড়ের আয়তন-৩৩.৬৫ বর্গ কি.মি. এবং গড় উচ্চতা ২১ মি.। * বাংলাদেশের ভেতর ভারতের ছিটমহল-১১১টি। * ভারতের ভেতর বাংলাদেশের ছিটমহল-৫১টি। * বাংলাদেশের ভূ-প্রকৃতির ধরন- পলি গঠিত সমতল ভূমি। * ঢাকার প্রতিপাদ স্থান- চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। * বাংলাদেশের দক্ষিণে ভারতের- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। * বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে- ৫টি রাজ্যের। * বাংলাদেশের সঙ্গে ভারতের- ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম) রাজ্যের সীমান্ত রয়েছে (শর্ট টেকনিক- আমিত্রিমেপ)। সাধারণজ্ঞানের পাশাপাশি বিভিন্ন মনিষীদের বানী জানতে ঘুরে আসুন এই ক্ষুদ্র পেইজে!কথা দিচ্ছি আপনাদের ভাল লাগার মতো পোস্ট করা হবে! এইচ আর এম হাফিজ এইচ আর এম হাফিজ plz like this page এইচ আর এম হাফিজ
Posted on: Tue, 23 Dec 2014 13:23:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015