★★বাংলাদেশের শীর্ষ ধনীর - TopicsExpress



          

★★বাংলাদেশের শীর্ষ ধনীর তালিকা★★ ১ম - আবুল কাশেম -টাকার পরিমান ১.৫ বিলিয়ন ইউ এস ডলার। ২য় - মুসা বিন শামসের - টাকার পরিমান ১.৫ বিলিয়ন ইউ এস ডলার। ৩য় - শামসুদ্দিন খান - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার। ৪র্থ - তারেক রহমান - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার। ৫ম - সাইদ ইসকান্দার - টাকার পরিমান ১ বিলিয়ন ইউ এস ডলার। ৬ ষ্ঠ - আহমেদ আকবর সোবহান - টাকার পরিমান ৫০০ মিলিয়ন ইউ এস ডলার। ৭ম - গিয়াসুদ্দীন আল মামুন- টাকার পরিমান ৪০০ মিলিয়ন ইউ এস ডলার। ৮ম - শাহরীন ইসলাম তুহিন - টাকার পরিমান ৩০০ মিলিয়ন ইউ এস ডলার। ৯ম - রাগিব আলী - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার। ১০ম - ইকবাল আহমেদ - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার। ১১তম - নাজমূল হুদা - টাকার পরিমান ২৫০ মিলিয়ন ইউ এস ডলার। *** আহমেদ আকবর সোহান (বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান) টাকা গুনিতেছে... *** দরবেশ বাবা (সালমান এফ রহমান) শেয়ার বাজার !! টাকা গুনিতেছে... *** এই লিস্টের প্রথম দিকে, আওয়ামিলিগের কার নাম নেই। আপনাদের কারও জানা থাকলে নাম আর ডিটেইল লিঙ্ক সহ দিবেন পিলিজ। (দা ইকোনোমিষ্ট ও ফোর্বস এর প্রতিবেদনে তালিকার নাম ও টাকার পরিমানে সামান্য এদিক-সেদিক আছে) আরো মজার ব্যাপার হল, বাংলাদেশের শীর্ষ ১১৫ ধনীর ৭৬ জনই রাজনীতিবিদ (আমাদের টাকায় ধনী)। --- পেজের আগের পোস্ট গুলো ও দেখুন, নিশ্চিত ভালো লাগবে। আপনাদের ভালোলাগাই আমাদের নতুন আর ভালো পোস্টের অনুপ্রেরনা যোগায়। admin
Posted on: Thu, 08 Aug 2013 19:24:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015