# বাংলাদেশ_বিষয়াবলি ১। - TopicsExpress



          

# বাংলাদেশ_বিষয়াবলি ১। ‘আলোকিত মানুষ’ তৈরির কর্মসূচি কোন সংগঠনের? উত্তর: ক. বিশ্ব সাহিত্য কেন্দ্র ২। একমাত্র বাংলাদেশি যিনি টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন- উত্তর: খ. মুশফিক ৩। নিচের কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? উত্তর: ঘ. নাগা ৪। ক্ষুদ্র-নৃগোষ্ঠ ী বাংলাদেশে বসবাস করে না? উত্তর: ঘ. উক্যাচিং মারমা ৫। করে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়? উত্তর: ক. ১৯ মার্চ ১৯৭২ ৬। ‘মহাসেন’ শব্দটি যার সাথে সম্পর্কিত- উত্তর: ক. সাইক্লোন ৭। ঢাকা বিশ্ববিদ্যালয়েল শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? উত্তর: খ. সত্যেন্দ্রনাথ বসু ৮। ঘূর্ণিঝড় ও দযোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাবাস কেন্দ্র কোনটি? উত্তর: ক. স্পারসো ৯। কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসের নাম কী? উত্তর: খ. বাঁধনহারা ১০। কোন চলচ্চিত্র ১৯৪৭-এর দেশভাগ নিয়ে নির্মিত? উত্তর: গ. চিত্রা নদীর পাড়ে ১১। লর্ড কার্জন কবে ‘কার্জল হলে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? উত্তর: খ. ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারি ১২। বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তর: খ. রাজশাহী ১৩। সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় নাম কী? উত্তর: খ. নারিকেল জিনজিরা ১৪। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর: খ. এম মনসুর আলী ১৫। লালবাগ কেল্লার আদি নাম কী? উত্তর: আওরঙ্গবাদ দুর্গ ১৬। গিনিস বুক অব রেকর্ডে নাম উছেছে বাংলাদেমের কোন খেলোয়াড়ের? উত্তর: ঘ. জোবায়রা লিনু ১৭। পিনাক-৬ লঞ্চটি কবে ডুবেছে? উত্তর: খ. ৪ আগস্ট, ২০১৪ ১৮। বাংলাদেশে টাকার জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: খ. বাংলাদেশ ব্যাকং ট্রেনিং একাডেমি, মিরপুর ১৯। ‘আগরতলা ষড়যন্ত্র মামলার’ আসামী কতজন ছিলেন? উত্তর: ক. ৩৫ ২০। ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে? উত্তর: খ. হুমায়ূন কবির ২১। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী ছিল? উত্তর: ক. মির্জা মোহাম্মদ ২২। মহিলাদের মধ্যে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী কে? উত্তর: নিশাত মজুমদার ২৩। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি? উত্তর: ক. বিঝু ২৪। বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে? উত্তর: খ. সৈয়দ আলী আহসান ২৫। বাংলাদেশ ব্যাংকের প্রথম “গভর্নর” কে ছিলেন? উত্তর: খ. এ এন হামিদুল্লাহ
Posted on: Sun, 28 Sep 2014 15:16:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015