বিশেষ বিজ্ঞপ্তিঃ এখন - TopicsExpress



          

বিশেষ বিজ্ঞপ্তিঃ এখন থেকে অবরোধ/হরতালে ফুল টাইম X-music : The Ultimate Jamming Zone খোলা থাকবে। বুকিং এবং শিফট চলবে। হতালের সময় বুকিং দিতে কোন এডভান্সের প্রয়োজন নেই, প্রমিস টু পে -এর মাধ্যমে বুকিং দিতে পারবেন। হরতাল ছাড়া বুকিং সিস্টেম আগের মত বিকাশ অথবা প্যাডে এসে দিতে হবে। শুধু মাত্র রেজিস্টার ব্যান্ডরা ফোনে বুকিং দিতে পারবেন। বিস্তারিত জানতে বা বুকিং এর জন্য যোগাযোগ করুন ০১৭১৭১১২৩২১ এই নাম্বরে। হ্যাপি জেমিং!
Posted on: Sun, 01 Dec 2013 17:46:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015