বিশ্বের বৃহত্তম - TopicsExpress



          

বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ওয়েসিস অফ দ্য সিস যুক্তরাষ্ট্র যাওয়ার পথে যুক্তরাজ্যে প্রথমবারের মতো ভিড়লো বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ওয়েসিস অফ দ্য সিস। ১,১৮৭ ফুট লম্বা এ রয়াল ক্যারিবিয়ান জাহাজটি বোয়িং ৭৪৭ বিমানের প্রশ্বস্ত পাখার চেয়েও চওড়া। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মেইল অনলাইন। ৮শ মিলিয়ন পাউন্ড মূল্যের এ জাহাজটি বুধবার যুক্তরাজ্যের সাউদাম্পটন বন্দরে ভিড়েছে। এ উপলক্ষে জাহাজটিকে স্বাগত জানাতে উপস্থিত হয় কয়েকশ ব্যক্তি, কয়েকটি জাহাজ ও হেলিকপ্টার। বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ওয়েসিস অফ দ্য সিস ২ লাখ ২৫ হাজার টনেরও বেশি ওজনের জাহাজটিতে ৫ হাজার ৪০০ যাত্রী ও ২ হাজার ৩৯৪ জন ক্রু বহন করতে সক্ষম। ফিনল্যান্ডে তৈরি এ জাহাজটি ২০০৯ সালে উদ্বোধন করা হয়। জাহাজটি প্রতিদিন ২৩ লাখ ৫০ হাজার লিটার পানি ব্যবহার করে। এতে রয়েছে খুচরা পণ্য কেনাবেচার জন্য ১০ হাজার বর্গমিটার স্থান, ৩৭টি বার ও ২০টিরও বেশি রেস্টুরেন্ট। বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ওয়েসিস অফ দ্য সিস জাহাজটির ভেতর রয়েছে ৭৫০ আসনবিশিষ্ট হাই-ডাইভিং পারফর্মেন্স ভেনু্। এ ছাড়াও রয়েছে রক-ক্লাইম্বিং ওয়াল, বাস্কেটবল কোর্ট ও মিনি গলফ মাঠ। এছাড়া যাত্রীদের জন্য রয়েছে আরামদায়ক থাকার ব্যবস্থা। কৃত্রিমভাবে সাফিং করার জন্যও ব্যবস্থা রয়েছে এতে। এ ছাড়াও প্রায় ১২ হাজার গাছপালা রয়েছে জাহাজটিতে। যার একাংশ দিয়ে অনেকটা পার্কের স্টাইলে সাজিয়ে তোলা হয়েছে একটি এলাকা। বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ওয়েসিস অফ দ্য সিস টাইটানিক জাহাজটির তুলনায় পাঁচগুণ বড় এ জাহাজটি। এতে দুই সপ্তাহ ভ্রমণের জন্য সর্বনিম্ন 2 লাখ হাজার টাকা খরচ করতে হবে। # ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুনঃ 01856448880. 01856448882. 01856448877 E-mail: dreamsway001@gmail
Posted on: Fri, 17 Oct 2014 05:29:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015