বাসায় ফেরার সময় গত কদিন - TopicsExpress



          

বাসায় ফেরার সময় গত কদিন ধরে একই দৃশ্য দেখি । ইয়ো ইয়ো টাইপের এক যুবক হাফ প্যান্ট পরে অতিকায় সাইজের এক কুকুর নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় । ইভিনিং ওয়াক জাতীয় কিছু একটা করে সম্ভবত । যুবক আমার সাইজের ডাবল, কুকুরের সাইজ মিডিয়াম মাপের গরুর সমান । কে যে ওয়াক করছে– বুঝা মুশকিল । সমস্যা সেটা নয় । যুবকের তিন গুন সাইজের একজন ছোটখাটো হাতি নিয়ে ইভিনিং ওয়াক করতে পারেন, আমি বলার কে! সমস্যা হচ্ছে– আজদাহা প্রমান কুকুরটি চেইন/ফিতা/রশি/দড়ি ছাড়াই ঘোরাঘুরি করে! গতকাল বাসায় ফেরার সময় দেখি কুকুরটি এটিএম বুথের পাশে থেমে থাকা একটি গাড়ির পেছনের সিটে বসে থাকা এক ভদ্রমহিলার পাশে বসার জন্য বিশাল চেষ্টা চালাচ্ছে । জানালা দিয়ে মোটামুটি অর্ধেক শরীর ঢুকিয়ে দিয়ে বসে আছে । ভদ্রমহিলা তারস্বরে চিত্কার করছেন । যুবক একটু দুরে দাঁড়িয়ে খ্যাঁক খ্যাঁক করে হাসছে । অসীম দয়ার শরীর যুবকের; শেষ মুহুর্তে ডাক দিল কুকুরকে । বিদ্যুত গতিতে কুকুর মালিকের কাছে ফেরত গেল, ভদ্রমহিলা হাঁফ ছেড়ে উঠলেন । কুকুরের মালিকের বিকার নেই । দিব্যি অন্যদিকে ওয়াক করা শুরু করলেন । আজকে দেখি- যুবকের কানে হেডফোন । হেডফোনে গান শুনছে মনে হয় । গানের তালেই সম্ভবত কিঞ্চিত মোচড় খেতে খেতে হাঁটছে, সাথে মুখ হা করে ঘুরছে কুকুর । ভয়ংকর দৃশ্য! কুকুর ও মালিক যখন ১০ গজ দুরে, তখনই ঘটনাটি ঘটল । ওপাশ দিয়ে রিক্সায় করে এক ভদ্রলোক আসছিলেন, সাথে এক তরুণী । প্রথম দেখায় তাঁর মেয়ে বলেই মনে হলো । মেয়ের হাতে প্যাকেট ছিল একটি । মুহুর্তের মধ্যে কুকুরটি লাফ দিল মেয়ের কোলের দিকে/প্যাকেটের দিকে । রিক্সা থেকে ছিটকে পড়লেন মেয়ে, সাথে ভদ্রলোক! আমি দাঁড়িয়ে পড়লাম । এটা কোন ধরণের তামাশা! কুকুরের মালিকের চেহারায় বিন্দুমাত্র বিকার নেই । মনে হচ্ছে, নিজের কুকুরের বাঘের মতো লাফ দেয়া দেখে বিমলানন্দ পেয়েছেন । হেডফোন লাগানো অবস্থাতেই কুকুরটিকে ডাক দিয়ে মোচড়াতে মোচড়াতে হাঁটা শুরু করলেন । এই জায়গায় ঘটনার ইতি ঘটলে আফসোস থাকত । রিক্সা থেকে পড়ে যাওয়া ভদ্রলোক আফসোস থাকতে দিলেন না । মেয়েটিকে সেই অবস্থায় রেখেই উঠে এসে পেছন থেকে সজোরে লাথি হাঁকালেন মোচড়াতে থাকা যুবকের পশ্চাতদেশে ! আহা! এই জাতীয় প্রতিবাদের দৃশ্য দেখার জন্য সারাদিন এক পায়ে দাঁড়িয়ে থাকা যায় । বড় আনন্দ এই জীবনে! :D :D :D #JavedKaisar
Posted on: Mon, 04 Nov 2013 16:40:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015