বিসমিল্লাহির রহমানির - TopicsExpress



          

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সমস্থ প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার দরবারে যিনি আমাদের সৃষ্টি করেছেন ও তাঁর হাজারও নিয়ামত দিয়ে আমাদের দুনিয়ায় কিছুটা সময় বসবাস করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করতেন না, যার মাধ্যমে আল্লাহ তায়ালা ইসলাম কে পরিপূর্ণ দ্বীন হিসাবে মনোনীত করেছেন, যিনি আমাদের মুক্তির এক মাত্র কাণ্ডারি যার সুপারিশ আমাদের উপর বিশেষ রহমত তিনি হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই বলি (সাঃ) আসুন সবাই একবার কালেমা পাঠ করি - লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ । অর্থ আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্রেরিত রাসুল। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই হুকুম পালন ইবাদত করার জন্য, আর প্রতিটি নেক আমলই ইবাদত, সুবহানাল্লাহ। ব্যবসা, বাণিজ্য, চলা-ফেরা, খাওয়া-দাওয়া কথা বলা ঘুমানো সবই ইবাদত হবে যখন আপনি এসব কাজ আল্লাহ তায়ালা নবী রাসূলদের দিয়ে যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন ও হাদিস কোরআন এ এসব বিষয় সম্পর্কে যেভাবে লিপিবদ্ধ করেছেন ঠিক সে নিয়মে পালন করলে। আল্লাহ তায়ালার সকল হুকুম পালন করা প্রতিটি মুসলিম নারী ও পুরুষের অবধারিত। অন্য সব হুকুম এর মধ্যে নামায এর গুরুত্ব অত্যাধিক। অবশ্যই আমাদের এই হুকুম অমান্য করা যাবে না। নবী করিম সাঃ যেভাবে নামায আদায় করেছেন ও তার সাহাবা গন দের যে ভাবে শিক্ষা দিয়েছেন আমাদের নামায যেন ঐ রুপ হয়। আল্লাহু আমাদের সে তৌফিক দান করুন। আমিন। আমরা কিভাবে এই হুকুম এর সঠিক আমল করতে পারি তার জন্য তৈরি করা হয়েছে নামায শিক্ষা। এই নামায শিক্ষা মূল বই তালিমুস সালাত এর বাংলা অনুবাদ। এখানে খুব সল্প পরিসরে দ্বান্দিক মাসায়েল এর আলোচনা না করে সহজ-সরলভাবে সংক্ষিপ্ত অথচ তথ্য সমৃদ্ধ আঙ্গিকে লেখা হয়েছে। সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্ক পেতে ও পোস্ট বিস্তারিত দেখতে নিচের লিঙ্কে ভিজিট করুন। সফটওয়্যার টি ব্যবহার করতে কোন সমস্যা হলে কমেন্ট করুন। #Sobuj techtunes.bd/mobileo/tune-id/270827
Posted on: Wed, 22 Jan 2014 21:54:09 +0000

Trending Topics



iv class="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Then & Now I Got The Year 2009 Then- I Got Up And Went To-
Philippians 4: 1 Therefore, my brothers and sisters, you whom I
RePost: WOW! This has to be one of if not the worst year of my
Kurt Vonnegut’s stories and prose are so memorably witty. If
Life! Review of Roots! (Thank you Corrie!!) Theatre review:
1:1 & GROUP HAIR EXTENSIONS TRAINING FROM SUREPASS BEAUTY Micro
Home Travel Charger (110-240v) for Suncom Sony Ericsson W610 W610i

Recently Viewed Topics




© 2015