বর্তমানে Smartphone এ Display Quality - TopicsExpress



          

বর্তমানে Smartphone এ Display Quality অনেক বড় ব্যাপার, অনেকেই দেখেন কোন মোবাইলে কি প্রযুক্তির Display দিল, ppi কত, আরও কত কি!!!!!! চলেন এই ব্যপারে কিছু প্রাথমিক আলোচনা করি। বর্তমানে Amoled, IPS, Retina, LCD, Oled Display র প্রচলনই বেশি । তার মধ্যে সবচেয়ে বেশি Popular/Best Diplay হল -- Retina, Amoled, IPS। তাহলে এই তিনটি নিয়েই কিছু কথা বলি । 1-Retina-- Apple I Phone, I Pad এ এর ব্যাবহার উল্লেখযোগ্য। অসাধারন এক Display Quality। নিজে না দেখলে বুঝানো কঠিন। Graphics দেখলে পুরাই মাথা নষ্ট অবস্থা। এটার ধারনা কিছুটা IPS Display এর থেকে নেওয়া বা মিলে। কালার দারুন নেচারাল। চোখে লাগে না। আর এটা নিয়ে কথা বলতে আরও বড় পোস্ট দিব সামনে। এই Display টা খুবই দামী। 2-Amoled-- এই Display টাই বর্তমানে চলছে বেশি। চায়না মোবাইলেও এটি ব্যাবহৃত হচ্ছে। এই Display এর কালার একটু ডিপ বা গাঢ়। Display টিতে Black কালারের পরিমান তুলনামুলক বেশি থাকায় এমন গাঢ় হয় । এই Display টা দেখতে মনে হবে যে কত সুন্দর কালার!!!!!!! হ্যাঁ, কালার টা সুন্দরই কিন্তু নেচারাল না। কিন্তু সবার চয়েজ তো আর এক না। কারও কারও নেচারালের চেয়ে ডিপ কালারই পছন্দ । 3-IPS-- বর্তমানে সর্বসাধারনের ভোটে এই Display, Amoled কে পেছনে ফেলেছে। অর্থাৎ, অনেকেরই Amoled এর চেয়ে এই Display ই ভাল লেগেছে। কারন--- কারন হল-- নেচারাল কালার কম্বিনেশন। এই Display টার কালারে White কালারের পরিমান টা বেশি, তাই এটা Amoled এর মত গাঢ় হবে না, বরং ফর্সা হবে। LG তাদের সর্বশেষ মোবাইল, যেমন-- G pro, G, Nexus 4 ইত্যাদিতে Super HD IPS Display use করেছে, যার কালার কম্বিনেশন সত্যিই অবাক করার মত। খুবই পরিষ্কার বা হালকা কালার, যার ফলে এটা আপনার চোখে কোনো প্রকার চাপ প্রয়োগ করবে না। Lyk our page & Support us...
Posted on: Thu, 18 Jul 2013 08:29:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015