ব্রাজিলের হয়ে টপ 10 স্করার - TopicsExpress



          

ব্রাজিলের হয়ে টপ 10 স্করার এবং তাদের কিছু তথ্য ================= 1.Pele --------- মোট গোল ৭৭টি ৯২ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ৭ জুলাই ১৯৫৭ সালে আর অবসর নেন ১৮ জুলাই ১৯৭১ সালে ৷ 2.Ronaldo --------- মোট গোল ৬২টি ৯৮ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ২৩ মার্চ ১৯৯৪ সালে আর অবসর নেন ৭ জুন ২০১১ সালে ৷ 3.Romario --------- মোট গোল ৫৫টি ৭০ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ২৩ মে ১৯৮৭ সালে আর অবসর নেন ২ এপ্রিল ২০০৫ সালে ৷ 4.Zico --------- মোট গোল ৫২টি ৭২ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ২৫ ফেব্রুয়ারী ১৯৭৬ সালে আর অবসর নেন ২ জুন ১৯৮৬ সালে ৷ 5.Bebeto --------- মোট গোল ৩৯টি ৭২ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ২৮ জুলাই ১৯৮৫সালে আর অবসর নেন ১২ জুলাই ১৯৯৮ সালে ৷ 6.Rivaldo --------- মোট গোল ৩৪টি ৭৪ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ১৬ ডিসেম্বর ১৯৯৩ সালে আর অবসর নেন ১৯ নভেম্বর ২০০৩ সালে ৷ 7.Jairzinho --------- মোট গোল ৩৩ টি ৮১ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ৭ জুন ১৯৬৪সালে আর অবসর নেন ৩ মার্চ ১৯৮২সালে ৷ 8.Roni --------- মোট গোল ৩৩টি ৯৭ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ২৬ জুন ১৯৯৯সালে ৷খেলা চালিয়ে যাচ্ছেন ৷ 9.Ademir --------- মোট গোল ৩২টি ৩৯ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ২১ জুলাই ১৯৪৫ সালে আর অবসর নেন ১৫ মার্চ ১৯৫৩ সালে ৷ 10.Tostao --------- মোট গোল ৩২টি ৫৪ ম্যাচে ৷ তার অভিষেক হয় ব্রাজিল দলে ১৫ মে ১৯৬৬ সালে আর অবসর নেন ৯ জুলাই ১৯৭২সালে ৷ #ইশরাফ
Posted on: Fri, 16 Aug 2013 10:33:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015