ব্লাসফেমি আইন - TopicsExpress



          

ব্লাসফেমি আইন কি? ব্লাসফেমি শব্দের অর্থ- ধর্ম নিন্দা বা সৃষ্টা নিন্দা গ্রিক শব্দ ‘ব্লাসফেমেন’ থেকে এসেছে। এর অর্থ কারো ওপর অপবাদ বা কলঙ্ক আরোপ করা বা সম্মানে আঘাত করা। তবে ব্লাসফেমি বলতে প্রকৃতপক্ষে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান বোঝায়। কোন ব্যক্তি এইসব অপরাধ করলে যে আইনে তার বিচার করা হয়, সেটাকেই ব্লাসফেমি আইন বলে। প্রাচীন ও মধ্যযুগে ইউরোপে ব্লাসফেমির উদ্ভব হয়েছিল। ধর্ম অবমাননায় শাস্তি:- বাংলাদেশ পিনাল কোড (১৮৬০), সেকশান ২৯৫এ অনুযায়ী, যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এবং দূষিত অভিপ্রায়ে কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে, তাহলে সেই ব্যাক্তি আইনত শাস্তিযোগ্য এবং কারাদণ্ড লাভ করবে। কথা বা লেখার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বা ধর্মীয় কোনও প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করা বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। উক্ত ধারার অধীনে সর্বোচ্চ শাস্তি হিসেবে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান আছে। এছাড়া ফৌজদারী কার্যবিধির ৯৯ (ক) ধারা অনুযায়ী সরকার এই ধরণের যেকোনো প্রকাশনা বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখে। বাংলাদেশের সাইবার জগতের নিয়ন্ত্রক একমাত্র আইন – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ ধারা অনুসারে, যদি ইন্টারনেটে কোন ব্যক্তির কোন লেখা “রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তিক্ষুণ্ন করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করে” তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই কাজের সর্বোচ্চ শাস্তি হিসেবে দশ বছর কারাদণ্ড এবং অনধিক ‘এক কোটি টাকা’ জরিমানার বিধান রাখা হয়েছে। আইনের ৬৮ ধারায় বলা হয়েছে যে এই আইনের অধীনের সংঘটিত অপরাধের বিচার কেবলমাত্র সাইবার ট্রাইবুন্যালেই হতে হবে যার গঠন করার দায়িত্ব সরকারের। বাংলাদেশের সংবিধানেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ব্যাপারে শাস্তির কথা উল্লেখ আছে। চলুন দেখি বাংলাদেশের ব্লাসফেমি আইন কি বলেঃ তাহলে এই আইন অনুযায়ী আওয়ামী মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ন্যূনতম কি শাস্তি হওয়া উচিৎ? Deliberate and malicious acts intended to outrage religious feelings of any class by insulting its religion or religious beliefs [ 295A. Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of the citizens of Bangladesh, by words, either spoken or written, or by visible representations insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.]
Posted on: Wed, 26 Nov 2014 11:16:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015