ভাই থামেন.... Palestine - Israel - TopicsExpress



          

ভাই থামেন.... Palestine - Israel যুদ্ধের সাথে Bangladesh - Pakistan যুদ্ধের তুলনা দিয়ে নিজেকে ছাগলের তিন নম্বর বাচ্চা প্রমান কইরেন না... কেন???? কারন.. ১) ফিলিস্তিন আর ইসরাইল এর যুদ্ধ হচ্ছে সম্পূর্ণ ধর্মীয় যুদ্ধ.. আর আমদের টা ছিল সামাজিক আর অর্থনৈতিক কারনে.. ২) ফিলিস্তিন আমাদের দেশের জন্মের আগে থেকে লড়াই করে যাচ্ছে.. ৩) আমাদের কে ভারত ও রাশিয়া নিজেদের স্বার্থ উদ্ধারে সব ধরনের সহযোগীতা করেছিল.. আর ফিলিস্তিন এর মানুষ লড়ছে আল্লাহ্ এর ভরসায়... ৪) ইসরাইল এর প্রতিটি নাগরিক চায় ফিলিস্তিন কে মাটির সাথে মিশিয়ে দিতে.. পাকিস্তানের শাসকরা চেয়েছিল একই কাজ করতে.. এটা পাকিস্তানের সাধারন মানুষের মতামত ছিলো না.. ৫) ইসরাইল এর সব নাগরিক এর সামরিক প্রশিক্ষণ আছে.. তারাই সামরিক বাহিনীর সদস্য.. আর আমাদের দেশে ১৯৭১ এ সব করেছে পাক সেনাবাহিনী.. পাকিস্তানের সাধারন মুসলিম ভাইয়েরা না.. ৬) ফিলিস্তিন এর মুসলিম হত্যার জন্যে ইসরাইল এর ইহুদিরা বিন্দু মাত্র অনুতপ্ত না.. আর পাকিস্তান এর সাধারন মানুষ মাফ চেয়েছে.. অবশ্য শাসকরা মাফ চান নি.. ৭) আপনারা যারা ভারত এর ভক্ত তারা হয়তো জানেন না যে ১৯৭১ এ আরব দেশ গুলো পাকিস্তান এর পক্ষে ছিল.. আর ফিলিস্তিন ছিল বাংলাদেশের পক্ষে.. আর এখন ভারত ইসরাইল এর পক্ষে.. Israel Defense Forces পেজ এ গেলেই এর প্রমান পাবেন ৮) মুসলিম মুসলিম ভাই ভাই.. তা সে মুসলিম কোন দেশের সেটা ব্যাপার না.. ফিলিস্তিন এর মুসলিম রা আমাদের ভাই.. পাকিস্তানের সাধারন মুসলিম রাও আমাদের ভাই... ৯) কুরআনে স্পষ্ট ভাবে বলা আছে মুসলিম দের প্রধান শত্রু ইহুদি আর মুশরিকরা(হিন্দুরা).. তাই ভারতকে যারা বন্ধু মনে করবেন তারা কুরআন কে অবিশ্বাস করবেন... আমি তর্ক করার জন্যে এগুলো বললাম না.. আমি আমার মতামত দিলাম.. আমার বিশ্বাস আমার কাছে..আপনার টা আপনার কাছে... তাই দয়া করে তর্ক করবেন না.. এক মত না হলে just avoid It..... এডমিন হয়তো পোস্ট রিমুভ করবে... তবু দিলাম.....
Posted on: Fri, 25 Jul 2014 04:33:27 +0000

Trending Topics



Recently Viewed Topics



»

© 2015