ভাইয়া জানেন কি - TopicsExpress



          

ভাইয়া জানেন কি হইসে? কী? ম্যাথের যে হোমওয়ার্ক দিছিল সৈকতকে, সেটা চেক করতে করতেই ওর কথার উত্তর দিল জহির। সৈকত: আমাদের কাজের বুয়ার স্বামী নাকি একটা হোটেলে চাকরি করত, সেটা ছেড়ে দিয়েছে কারণ ওখানে নাকি শুয়োরের মাংস সার্ভ করা হইতো গরুর মাংস হিসেবে!!চিন্তা করতে পারেন? জহির: এটতে তুমি এত আপসেট হচ্ছো কেন? সৈকত: (আহত স্বরে) এটা আপনি কী বললেন ভাইয়া? আপনি এত প্র্যাক্টিসিং, ইসলাম নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি এই কথা বলেন! আমারতো শোনার পর থেকেই বমি আসতেসে! জহির:(স্মিত হেসে) ইসলাম নিয়ে পড়াশোনা করি বলেই ভাইয়া কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। কেনো জানো? সৈকত: কেনো? জহির: IOU তে পড়ে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি, সেটা হচ্ছে পাপের ভয়াবহতার ক্রম! সৈকত: কথাটার মাথা মুণ্ডুতো কিছুই বুঝলাম না :O জহির: হা হা! এটার মানে হচ্ছে যে আল্লাহর কাছে যেটা বেশী অপছন্দনীয়, সেটাকে নিজের কাছেও বেশী অপছন্দের করে তোলা। তুমি যদি একটু চিন্তা করো, তাইলে দেখবা যে pork খাওয়াটা আমাদের সমাজে এখনো একটা stigma.....মানুষ তেড়ে আসবে যদি জানতে পারে। কিন্তু সুদ খাওয়াটা আমাদের কাছে এখন কোনো ব্যাপার না। তোমার কোনো আত্মীয় সুদী ব্যাংকে চাকরি করে শুনে কি তোমার এই প্রতিক্রিয়া হবে যেটা এখন হচ্ছে? অথচ আল্লাহ কুরআনে বলেছেন যারা সুদের সাথে লেনদেন করে তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত......শুকরের মাংস হারাম করেছেন, কিন্তু এমন stern warning কিন্তু নেই। আমরা পড়েছি যে পুরো কুরআন আর সুন্নাহতে এমন আর কোন পাপ নেই যার ব্যাপারে যুদ্ধ ঘোষণার কথা বলা হয়েছে......বুঝলা? সৈকত: এইটা একটা মারাত্মক কনসেপ্ট বলছেন কিন্তু ভাইয়া! এভাবে কখনো ভেবে দেখিনি! ********************************************* ইসলামি শিক্ষার dimension, scope, depth, uniqueness—সব কিছু নিয়ে আপনার ধারণা আমূলে বদলে দিতে আমরা উপস্থিত আপনার দোরগোড়ায়। আপনি কি জয়েন করছেন আমাদের সাথে?
Posted on: Mon, 22 Sep 2014 16:07:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015