“ভিভিড রেইনবো - খুলনা”-এর - TopicsExpress



          

“ভিভিড রেইনবো - খুলনা”-এর জন্ম কথাঃ ------------------------------------------------------ ২০০৪ সালে যখন প্রথম গে-ওয়ার্ল্ডে পদযাত্রা শুরু হয়, তখন আমি আর আমার বন্ধু মুন্না স্বপ্ন দেখতাম একদিন এই খুলনা শহরে আমাদের অনেক বন্ধু হবে, আমাদের একটা পরিবার হবে, যেখানে আমরা আমাদের হাসি-কান্না, দুঃখ-কষ্ট, আবেগ-অনুভূতি সবকিছু ভাগ করে নিতে পারবো৷ ঐ সময় আমাদের অবস্থা ছিল এমন, যেন আমরা মরুভূমিতে রয়েছি, আর জলের জন্য চাতক পাখি যেমন হাহাকার করে তেমন আমরাও আমাদের বন্দীদশায় একাকিত্বে থেকে ছটফট করতাম৷ ধীরে ধীরে আমাদের অনেক বন্ধু হয়েছে৷ ইন্টারনেটের সুবাদে আমরা অনেকের খোঁজ পেয়েছি৷ এভাবেই ২০০৮ সালের মধ্যে আমাদের একটি ছোট “পরিবার” গড়ে ওঠে খুলনা শহরে৷ বন্ধু খোঁজার কাজটা তেমন সহজ ছিল না৷ এমনও দিন গিয়েছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি সাইবার ক্যাফেতে একটা পিসিতে বসবার জন্য৷ সাইবার ক্যাফের ধীর গতির ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা ধরে প্রোফাইল সার্চ করে করে বন্ধু খুঁজে বের করতে হতো সে সময়৷ আজকের দিনে ফেসবুক ও এ্যান্ড্রয়েড মোবাইল সেটগুলোর সুবাদে খুব সহজেই বন্ধু খুঁজে বের করা যায়৷ আমাদের সময়ে আমরা হাদিস পার্কেও মাঝে মাঝে যেতাম এই আশায় যে, যদি আমাদের সমগোত্রীয় কাউকে খুঁজে পাই? ২০০৮ সালে পরিচয় হয় শেখ সাদীর সাথে আলফ্রেডের বাসায়, বিশাল লম্বা, স্লিম ও কিউট একটা ছেলে৷ শেখ সাদী পরবর্তীতে আমার খুব ভালো বন্ধুতে পরিণত হয়৷ আমার কাছ থেকে গে-ওয়ার্ল্ড সম্পর্কে সে বেশ কিছু মৌলিক বিষয় জানতে পারে, তাই সম্মান দেখিয়ে ও আমাকে “টিচিয়া” বলে ডাকতো, যার অর্থ “টিচার” বা “শিক্ষক”৷ আমি কিন্তু শিক্ষক হতে চাইনি, হতে চেয়েছি বন্ধু৷ শেখ সাদী খুব নিষ্ঠার সাথে আমার কাছ থেকে শেখা বিষয়গুলো থেকে অনুপ্রেরণা গ্রহন করেছে এবং আমাদের স্থানীয় কমিউনিটিকে গড়ে তুলতে সর্বাত্মকভাবে চেষ্টা করেছে এবং এখনো চেষ্টা করে চলেছে৷ আমি তাই বলি যে আমি একজন Visionary, আর সাদী হলো Missionary. আমি স্বপ্ন দেখেছি, সাদী তা বাস্তবে রূপ দিয়েছে৷ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আমি “Bangladesh Association of Gays(BAG)”-এর অধীনে “Gay Bangla” নামে একটি Yahoo গ্রুপ চালিয়েছি৷ এখন আমাদের কমিউনিটি আর ভার্চুয়াল নেই, এখন এটা পুরোপুরি বাস্তব৷ প্রথম যুগে খুলনা শহরে গে বললে যাদের নাম আসতো তারা হলো মুন, আলফ্রেড, মুন্না, রুদ্র, অপু এরকম হাতে গুনে মাত্র কয়েকজন৷ কিন্তু এখন অসংখ্য গে ও বাইসেক্সুয়াল বন্ধুরা রয়েছে আমাদের এই “পরিবারে”৷ খুলনা শহরে বিশেষ করে বিখ্যাত হাদিস পার্কে সমপ্রেমী লোকেদের আড্ডা সেই পাকিস্তান আমল থেকেই আছে৷ কিন্তু একটি সুন্দর, মানসম্মত কমিউনিটির অভাব ছিল সবসময়৷ “ভিভিড রেইনবো - খুলনা” সেই অভাব পূর্ণ করতে পেরেছে বলে আমার বিশ্বাস৷ “ভিভিড রেইনবো - খুলনা”-ই সর্বপ্রথম DIC-based, Park-based ও Online-based বাইসেক্সুয়াল ও গে ব্যক্তিদের এক প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়েছে, পূর্বে এ বিষয়ে কেউ ভাবতেও সাহস করতো না৷ ২০১৪ সালের রমজানের ঈদের পরে খুলনার বন্ধু সৈকতের বাসায় একটা পার্টিতে প্রথম “ভিভিড রেইনবো-খুলনা” নামকরণ করা হয়৷ ঐদিনই “বয়েস অফ খুলনা”-র যাত্রাও শুরু হয়৷ ভিভিড রেইনবো যাত্রা শুরুর পর থেকে শুধুমাত্র অনেকগুলো সফল পার্টি বা ইভেন্টের আয়োজন করেই ক্ষান্ত হয়নি, বরং শীতবস্ত্র বিতরন, গরীব মানুষদের চোখের ছানি অপারেশনে সাহায্য করা, রক্তদান, বিনামূল্যে VCT করা, STD/STI ও যৌনস্বাস্থ্য শিক্ষা ইত্যাদি মানব সেবামূলক কর্মকান্ডেও অংশগ্রহণ করে চলেছে৷ ভবিষ্যতে ভিভিড রেইনবো এই দেশ ও জাতিকে অারো অনেক কল্যাণমূলক কর্মকাণ্ড উপহার দেবে, এই আমাদের দৃঢ় প্রত্যয়! আপনাদের দোয়া ও প্রার্থণা একান্তভাবে কাম্য, যা আমাদের সামনের দিকে এগিয়ে চলার পাথেয়!
Posted on: Tue, 13 Jan 2015 03:21:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015