মেডিকেল স্টুডেন্ট এর - TopicsExpress



          

মেডিকেল স্টুডেন্ট এর ডাইরি থেকেঃ কাল রাতে নিজের রুমে বসে ঝিমাচ্ছিলাম..হঠাত মোবাইলে রিং টোনের আওয়াজে সম্বিত ফিরে পেলাম..ফোন ধরা মাত্র এক সিনিয়র ইন্টার্ন আপু চেঁচিয়ে উঠলেন--ঐ তাড়াতাড়ি একটু সার্জারি ওয়ার্ডে আয় তো; ইমার্জেন্সি AB+ ব্লাড লাগবে..এই কামডারে আমি ব্যাপক ডরাই.. যদিও আন্ডারওয়েট হবার কারণে আমার ব্লাড নেয়া হয় না..তাই নিশ্চিন্ত মনে ঘটনা কি দেখতে গেলাম.. আমি ওখানে যাওয়া মাত্রই আমাকে দেখে আপু বললেন--লাগবে না রে..রোগীর এক আত্মীয় ব্লাড আনতে গেছে..সে ফোন করে বলল যে পাইয়া গেছ; আসতেছে.. আমি আপু চুপচাপ দাঁড়িয়ে আছি এমন সময় রোগীর আত্মীয়টি দুইহাতে দুটা রক্তের ব্যাগ নিয়ে হেলতে দুলতে আসল..আমাদের দেখে বলল--অনেক খুঁজছি আফা কিন্তু AB+ পাই নাই তাই একটা A+ আর আরেকটা B+ নিয়া আসছি..আপনেরা মিক্সড্ কইরা দিয়া দেন.. রোগীর এটেনডেন্স এর মুখে এমন জটিল নতুন যুগান্তকারী আইডিয়া শুনে নিজেকে কেমন জানি স্পীকার স্পীকার লাগতেছিল.. ভাগ্যিস ডাক্তারিটা পড়তেছি; নইলে এত যুগান্তকারী প্রায় নোবেল পাওয়ার মত একটা আইডিয়াদাতা কে স্বচক্ষে দেখা হইতে বন্ঞিত হইতাম..
Posted on: Tue, 02 Jul 2013 17:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015