মাদ্রাসা শিক্ষা বন্ধ করে - TopicsExpress



          

মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেয়া হচ্ছে বলে সবাই এতো হাহোতাশ করার কি আছে বুঝতেছিনা। মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিলে Ahmad Ullah Tanvir Ahmad Arjel Jahid Shohag Imran Khan Hasib R Rahman Huzaifa Tanzim এফবি সেলিব্রেটিদের সমস্যা কি? আপনারা ফতোয়া জানতে পারবেন না, কোরয়ানের সময়োপযগী নতুন নতুন তাফসীর জানতে পারবেন না এমন ভয় করতেছেন নাকি আপনারা? এতো ভয় কিসের? যারা তাহাজ্জুদ নামায পড়ে নিয়মিত, এদেশে যিনি ইসলামের একমাত্র খাদেম ওনি কি মাদ্রাসায় পড়ছিল? ওনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন না, ইসলামের খাদেমগিরী করতেছেন না। বর্তমানে যারা এদেশের শাসন ক্ষমতায় আছেন, আগামীতেও থাকবেন তাদের মন্ত্রীবর্গ সবাইতো অত্যন্ত বড় বড় বিজ্ঞ ইসলামী পন্ডিত, ইসলামী চিন্তাবিদ, এদেশের ইসলামের রক্ষক, ইসলামের খাদেম, ফাতওয়াবিদ, তাফসীরকারক। সুতরাং আমাদের চিন্তার কোন কারন নাই। মাদ্রাসা বন্ধ হলে আমরা হয়তোবা কুরয়ানের আলো থেকে বঞ্চিত হব, জানাযা পড়ানোর লোক খুজে পাবনা, কিন্তু তাতে কি ওনি(হাসি না)(কেউ হাসবেন না প্লিজ ওনি কিন্তু হাসে না) তো আছেন শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে ওনি আমাদের সকলের জন্য মাফ চেয়ে নিবেন তাহলেই কাহিনী শেষ হয়ে যাবে।
Posted on: Fri, 13 Sep 2013 23:52:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015