মাননীয়া প্রধান মন্ত্রী - TopicsExpress



          

মাননীয়া প্রধান মন্ত্রী শেখ #হাসিনা,, ,, আমরা সবাই জানি আপনি কে এবং কি,আমার স্টেস্টাস হয়তো আপনার কাছে যাবে না তবুও আমার অনুভূতি তুলে ধরলাম,,যে বজ্র কন্ঠে বঙ্গ বন্ধু দেশ স্বাধীন করেছিল তার শত ভাগের এক ভাগ ও পূরণ হয়নি,অনেক আশা এবং ভালোবাসা নিয়ে আপনার পিতার ডাকে এই দেশ স্বাধীন হয়েছে,,বলা চলে সিরাজউদ্দোলার পর যদি কেউ বাংলার আকাশে থেকে থাকে সে আপনার পিতা,,তার কারনে এখন আমরা বাংলাদেশ নামক দেশ টায় বসবাস করি,,আর চরম নাটকীয়তায় তিনি শহিদ হয় যার কলংক আমরা মুছতে পারছিনা জাতি থেকে,,আর নাটকীয়তার মাঝে আরেক টি সিরিজ তা হচ্ছে শেখ মজিবের মেয়ে আপনি ক্ষমতায় বসেছেন,,দেশের মানুষের ভালোবাসায় আপনি ২ বার জয়ী হয়েছেন,,বর্তমানে ইতিহাস যে ভাবে জগাখিচুড়ি হয়েছে তা নিয়ে কথা বললে চায়ের টেবিলে টেবিলে ঝগরা সৃষ্টি হয় কারন ৬ বছর আগে যা ছিল আজ বইয়ের পাতায় নাই তা হয়তো চলতেই থাকবে,,আর এক সময় হয়তো এ দেশের রাজনীতিতে যেমন তিক্ত তেমন ইতিহাস নিয়ে ও এমন মনভাব সৃষ্টি হবে,,বাংলাদেশ আওমিলীগ যদি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের লক্ষ ঠিক রেখে সরকার পরিচালনা করত তাহলে #BNP #জামাত #লাঙ্গল সহ বাকি দল এত টা প্রভাববিস্তার করতে পারত না,,বর্তমানে এই দেশে আপনার নেতাকর্মী দের যে অবস্থা এতে করে নতুন প্রজন্মের তরুন রা হতাস,,গত বার ও অনেক আশানিয়ে আপনাকে ভোট দিয়েছে,,বিনিময়ে কাগজ কলমে এবং কিছু সংবাদমাধ্যম এর খবর ছারা কিছুই হয়নি,,আপনি তো বীরের কন্য,,একটা উন্নয়নের জোয়ার আশা করি আপনার কাছে,,যে সব কথা দিয়ে এই বার ক্ষমতায় বসেছেন তা কত টুকু পুরন হয়েছে কা নির্বাচনের ফলাফল বলে দিবে,,আজ আপনার জন্মদিন,,আপনাকে শুভ কামনা,,আপনার মত মানুষের দরকার আছে প্রতি মুহুর্তে,,আপনাকে আল্লাহ কম করে হলে ও ১০০ বছর বাচিয়ে রাখুক,,দেশ এবং দেশের জনগন আপনাকে চায়,,কিন্তুু দয়া করে ভালোমানুষ দের নিয়ে দল গঠন করেন,,কারন টিমের অধিনায়ক যত ভালো খেলুক না কেনো বাকি খেলয়ার গুলি যদি গোল্লা মারে তবে সে টিম হারবেই,,বর্তমানে দেশে ছাত্রলীগ এর যে অবস্থা এর জন্য আপনাকে হয়তো চরম মুল্য ও দিতে হতে পারে,,ঘোড়ার মুখে একটু তো লাগাম দিন নয়তো দেশের মানুষ উদ্বাস্তুু হয়ে যাবে এক সময়,,আমি আপনার পিতা এবং আপনার প্রতি সম্মান করি কিন্তুু আপনার দলে ঘোড়া গুলির কার্যকলাপের কারনে আমি হতাশ,,নয়তো আমি সামনের নির্বাচনে নিজে আপনার কর্মী হয়ে যেতাম,, তবুও আশা রাখি আপনি হয়তো কোন দিন বুঝবেন যা এখন বুঝতে পারছেন না,, এডলফ হিটলার এর ও পরাজয় হয়েছে এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বুশ ও জুতার বারি খেয়েছে কারন মানুষের ভালোছারা ক্ষমতা স্থায়ী হয় না,,আশা করি আপনি জনগনের ভালোবাসা পাবার জন্য কাজ করে যাবেন,,শুধু বঙ্গ বন্ধুর কৃর্ত্তির খবর শোনালে চলবে না আপনি ও কিছু করে দেখান,,যে দল মত নির্বিশেষে মানুষ বলে আসলেই অগ্নি মানবের মেয়েটা অগ্নি কন্যা হয়েছে,,,,আপনার কাছের মানুষ গুলির দিকে না তাকিয়ে জনগনের দিকে তাকান,,চোর কোন দলে না,,যে চোর তাকে দল থেকে বের করে দিন তবে এক দিন না এক দিন আপনি স্থায়ী হবেন,,ভোট চাইতে হবে না পুলিশ দিয়ে বিরোধী দলকে নিয়ন্ত্রণ করতে হবে না আপনার জন্য মনে মনে ভোটের বিপলব সৃষ্টি হবে আপনি তো সেই বীর পিতার রাজ কন্যা,,আরেক টা যুদ্ধের ডাক দিন সে যুদ্ধ হোক উন্নয়নের,,সে যুদ্ধ হোক সার্বভৌমিকতার,,সে যুদ্ধ হোক সুখী বাংলা গড়ার যন্য,,এই বাংলার মানুষ এটাই চায়,, ,, আপনার জন্য রইলো শ্রদ্ধা এবং ভালোবাসা,,শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,,
Posted on: Sat, 28 Sep 2013 14:12:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015