মেয়েরাও মানুষ লেখক__ এস - TopicsExpress



          

মেয়েরাও মানুষ লেখক__ এস এম শাদী মেয়েরাও মানুষ এই ছোট কথাটা অনেক সভ্য মানুষ বুঝতে চায় না……একদিন একটা ফেইসবুক পেইজে দেখতে পেলাম একটা মেয়ের ছবি আর তার আইডি লিংক দিয়ে 'এই কুত্তার মত মুখ করা মেয়েটার গালে কার কার জুতা মারতে মন চায়?…একটা লাইক সমান ১০ টা জুতা' এই ধরনের কিছু লেখা ছিল,,আমি হুবহু লিখতে পারিনি কারণ ঘটনাটা অনেক আগের…যাই হোক…উপরে সভ্য মানুষ বলার কারণ হল শুধুমাত্র পুরুষ মানুষ নয় বরং অনেক মহিলা মানুষের ধারণা তারা শুধুমাত্র মহিলা…তারা মানুষ না… ওই ফেইসবুক পেইজে আমি কমেন্ট বক্স এ লিখেছিলাম 'ভাই একটা মেয়েকে নিয়ে এরকম করা ঠিক না,,এটা প্রায় জন সম্মুখে ধর্ষণের মত্..(আসলে ওখানে মেয়েটাকে খুব খারাপ ভাষায় গালি দিচ্ছিল সবাই)…' আমাকে অবাক করে দিয়ে কিছু ছেলে আমার কমেন্টের রিপ্লাই দিল…কেউ বলল 'শালী কুত্তার মত মুখ করে ছবি উঠতে পারে আর আমরা বলতে পারব না…' আমি শুধু বলেছিলাম 'ভাই এরকম ভাবেতো অনেক ছেলে মেয়েই ছবি উঠে…আর এতে খারাপ কি?…তাছাড়া একজন মানুষকে কুকুর বলা ঠিক না…পাপ'…......আমি জানিনা ওই পেইজ ওয়ালাদের সাথে মেয়েটির ব্যাক্তিগত কোন শত্রুতা ছিল কিনা……আর যদি থেকে থাকে তাহলেও ওভাবে একটি মেয়ের ছবি আর ফেইসবুক আইডি লিংক দিয়ে শত শত মানুষ দ্বারা অপমান করাকে আমি কোন মানুষের কাজ বলব না…… অনেকেই বলতে পারেন,,যদি সে মেয়ে না হয়ে ছেলে হত তাহলেকি আপনি এরকম ভাবে লিখতেন…… না, আমি লিখতাম না,,,তবে সেখানে যেভাবে কমেন্ট করেছি সেটা করতাম…এই লেখাটা লেখার কারণ আমাদের সমাজ মেয়েদের সম্মানকে কাচের মত করে দিয়েছে,,একবার ভেঙ্গে গেলেই শেষ…সেই দাগ আর মুছবে না… তাইতো আমি লিখলাম 'মেয়েরাও মানুষ'… এবার আসি ওই মেয়েটির ছবিটিতে……বিশ্বাস করুন পাঠক,,আমি সেখানে অস্বাভাবিক কিছু দেখিনি…মেয়েটার ছবিতে কাধ থেকে উপরের অংশ ছিল আর মেয়েটি চশমা পরা ছিল,,,,,কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি এবং এখনও জানি না কেন তারা মেয়েটিকে ওভাবে গালিগালাজ করছিল…প্রায় শ খানেক সভ্য এবং আধুনিক ছেলে একটা মেয়ের ছবি পছন্দ হয়্নি বলে এভাবে পেইজে বাজে বাজে কথা বলতে পারে আমার ধারণা ছিল না..…তাইতো আবার বলি মেয়েরাও মানুষ, তা না হলে পুরুষেরা মানুষের বাচ্চা হয় কি করে ?....
Posted on: Fri, 16 Aug 2013 21:30:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015