মাশরাফি সকালবেলা হাঁটতে - TopicsExpress



          

মাশরাফি সকালবেলা হাঁটতে বেরোলে খুব একটা হাঁটতে পারেন না, কিভাবে পারবেন? পায়ে ব্যাথা করে যে। আর করবেই বা না কেন? দুই হাঁটুতে ১০ বারের ও বেশী যেখানে সার্জনের ছুরির নিচে যেতে হয়েছে সেখানে ব্যাথা তো করবেই। তারপর ও…হাঁটাচলা ঠিকমত না করতে পারলেও, ডাক্তারের এত নির্দেশ, বাধা-নিষেধ থাকা সত্ত্বেও মাশরাফি ঠিকই ২২ গজের পিচে প্রতিপক্ষের ব্যাটসম্যানের ঘাম ঝরাতে ফিরে আসেন। বারবার…মাঝেমাঝে ভাবি…- মাশরাফি এতটা মনের জোড় কোথা থেকে পান? তারপর ভাবি…পাবেনই বা না কেন? তাকে যে ফিরতেই হবে…দেশের ক্রিকেটের জন্য…মুশফিক, সাকিব, তামিমদের মত ছোট ভাইদের জন্য। রুবেল, তাসকীনদের মত উত্তরসূরীদের জন্য। ওদের জন্য যে ম্যাশ ভাইকে ফিরতেই হবে। এবার ও ফিরেছেন এবং যথারীতি ইনজুরীর আগের সেই মাশরাফি-ই রয়েছেন। কোনো পরিবর্তন হয়নি। এই ৮ মাসের গ্যাপের পর ও তার বোলিংয়ের ধার এতটুকু কমেনি। যতবারই ইনজুরীতে পড়েন ততবারই শরীরটা অনিচ্ছাসত্ত্বেও ভারী হয়ে যায়। তাইতো ডাক্তারের নির্দেশ পাওয়ার পরপরই শুরু হয়ে যায় তার নিজেকে ফিট করে তোলার মিশন। প্রায় প্রত্যেকটা ইনজুরী থেকে সেরে উঠার পরই ৭/৮ কেজি করে ওজন কমিয়েছেন। এবার তো একেবারে ১৫ কেজি। এর থেকেই বোঝা যায় মাশরাফি ভাই দলে ফেরার জন্য কিভাবে মুখিয়ে ছিলেন। এর থেকেই বুঝা যায় দলের প্রতি মাশরাফি ভাইয়ের ডেডিকেশন। তিনি কেন সাকিব-তামিম-মুশফিকদের বড় ভাই হবেন না? তিনি-ই তো যোগ্য বড় ভাই…অনুকরণীয় ব্যাক্তিত্ব। তাই তো তার উপস্থিতি-ই দলে যোগ করে আলাদা একটা মাত্রা।fahad
Posted on: Sat, 02 Nov 2013 07:37:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015