মহান বিজয় দিবস উপলক্ষে - TopicsExpress



          

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ চলাকালে মুজিব পরিবার ও হানাদার বাহিনীর আতাঁত হয়েছিল তার প্রমাণ আছে : তারেক রহমান ১৬ ডিসেম্বর ২০১৪, মঙ্গলবার ____________________________________ ncp-bnp.org : বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যন তারেক রহমান বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে শেখ মুজিব পরিবার ও হানাদার পাক্তিস্থানী বাহিনীর যে আতাঁত হয়েছিল ইতিহাসে তার বিভিন্ন প্রমাণ আছে। লাখ লাখ পরিবার যখন আধবেলা খেয়ে না খেয়ে দিশেহার ছিল তখন পাকিস্থানী হানাদার বাহিনীর পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবারকে বিরাট অংকের মাসিক ভাতা দেয়া হতো। শেখ মুজিব পাকিস্থানে বহাল তবিয়তে ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র এই ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন ঐতিহাসি তথ্য ও দলিল উপস্থাপন স্থাপন করে এসব কথা বলেন । তারেক রহমান তার বক্তব্যের শুরুতে স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে তাদের শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের পরবর্তী ৪৪ বছরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তারেক রহমান বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান সামরিক শাসক ইয়হিয়া খানের ষড়যন্ত্রমূলক ‘এল এফ ও’ অধ্যাদেশের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেন। একই অধ্যাদেশের অধীনে একই বছর ১৭ ডিসেম্বরের প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ‘এল এফ ও’ অধ্যাদেশের মূল ছিল অখন্ড পাকিস্থান রক্ষার সংগ্রাম। কিন্তু ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষনার মাধ্যমে তাদের অখন্ড পাকিস্থান রক্ষার সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়। মুক্তিযুদ্ধের সময় আমি মেজর জিয়া বলছি--- ঐ একটি শব্দই ছিলো তখন মুক্তিযোদ্ধাদের কাছে এক দুর্দমনীয় শক্তি, তাদের আত্মার কথা। -------------------- তিনি বলেন, আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে শেখ মুজিব নিজেও বিশ্বাস করত না । মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগকে কখনো প্রস্তুত করা হয়নি। তারেক রহমান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নিউক্লিয়াসের জনক সিরাজুল আলম খানের উদ্ধৃতি দিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, সিরাজুল আলম খান বলেছেন আওয়ামীলীগ হলো এন্টি লিবারেশন ফোর্স। তিনি এর সোজা বাংলা করে বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। এ সময় মহীউদ্দিন আহমদের সাম্প্রতিক বইয়ের বিভিন্ন রেফারেন্স এবং সিরাজুল আলম খানের সাথে লেখক মহিউদ্দিনের কথোপকথনের উদ্ধৃতি দিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। তারেক রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময়কালীন ঘটনা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকের বইয়ের উদ্ধৃতি দিয়ে শেখ মুজিবকে আবারো পাক বন্ধু হিসেবে তিনির মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, শেখ মুজিব অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছিলেন। শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে দেশে এসেছিলেন। একই সময়ে তিনি এ কে খন্দকার, তাজ উদ্দিন আহমদের লেখা, শিরিন শারমিনের লেখা, বদরুদ্দিন উমরের লেখা থেকে উদ্ধৃতি দিয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। চলমান ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারকে অবৈধ সরকার আখ্যায়িত করে বলেন, রংহেডে হাসিনা তার বাকশালী পিতার মতো ক্ষমতা অবৈধভাবে দখল করে আছে। তিনি তীব্র সমালোচনা করে বলেন, ১৯৭১ সালে বাঙালিরা যেভাবে জেগে উঠেছিলো, এই অবৈধ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আবারো সবাই জেগে উঠছে, সেদিন আর বেশী দূরে নয়। পূর্ব লন্ডনের চেশিয়ার স্ট্রিটে অবস্থিত এট্রিয়াম লন্ডন কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিজয় দিবসের সভা শুরু হয়। (বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিট।) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সেক্রেটারি কয়সর এম আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেক। আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক এম এ কাঈয়ূম, মিডল্যান্ডস বিএনপির নেতা ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের প্রমুখ। এছাড়া বুধবার যুক্তরাজ্য জাসাসের আয়োজনে পালন করা হবে ৪৩তম বিজয় দিবস ও কনসার্ট ফর ডেমোক্রাসি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যন তারেক রহমান।
Posted on: Tue, 16 Dec 2014 09:16:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015