মহানবী হজরত মুহাম্মদ (স) - TopicsExpress



          

মহানবী হজরত মুহাম্মদ (স) আমাদের সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ রাসুল ও নবী ৷ "নি:সন্দেহে আল্লাহ এক ও অদ্বিতীয়, নবী পাক(স) তার প্রেরিত সর্বশেষ রাসুল" এই পবিত্র বাণী মুখে বিশ্বাস ও অন্তকরণে প্রথিত মিশন ডায়লগ; নিদেনপক্ষে সমগ্র বিশ্বের মুসলমানেরা এক বাক্যে স্বীকার করেন এবং মেনে চলেন ৷ ইদানিং কালে বাংলায় ফেসবুক ভিত্তিক কিছু পেইজ গড়ে উঠছে তার পবিত্র জীবনীকে মিথ্যাচার মিশিয়ে, অপব্যাখ্যা প্রদান করে ৷ এটা চরম বিভ্রান্তিমূলক, ঘৃন্যকর অপচেষ্টা ৷ নবী মোহাম্মদ (স) কে নিয়ে অপপ্রচার নতুন কিছু না ৷ ডেনমার্কে কার্টুন একে, ইসরাইলি বংশ উদ্ভুত অতি সাম্প্রতিক ভিডিওতে তাকে যাচ্ছেতাই ভাবে প্রকাশ করা হয়েছে ৷ বাংলা পেইজ "লুইচ্চা নবী মোহাম্মদ" নামে খোলা হয়েছে, তার চাচাত বোনের নামে পরকিয়ার কাহিনী বানানো হয়েছে, ব্লগে নানান কুত্সা রটানো হয়েছে, কিছু ক্ষেত্রে কার্টুনের ব্যবহার করা হয়েছে, মা আয়েশা (রা) সাথে ধর্ষণের অভিযোগ উঠেছে,(নাউজুবিল্লাহ) ৷ আল্লাহ আমাদের সেই সব পড়া থেকে হেফাজত করুক ৷ আমার কথা সোজা সাপ্টা, নাস্তিকতা করেন সমস্যা নাই, আপনি ধারণ লালন পালন করে নিজের চোদ্দ্য গুষ্ঠি উদ্ধার করেন সমস্যা নাই, কিন্তু মহানবীর নামে কুত্সা রটাচ্ছেন কেন ? হিসাব সহজ, আপনি ভালো করেই জানেন তার জীবনের মহত্ব আকাশ ছোয়া এবং তিনি কতটা পবিত্র, স্বচ্ছ ৷ আপনার বেশি না মাত্র তিন প্রজন্ম আগে থেকে বংশের শেষ অব্দি পূর্ব নারীগণ সকলেই নাবালিকা (১৮বছরের নিচে বর্তমান প্রেক্ষাপটে) অবস্থায় বিয়ে হয়েছিল ৷ বর্তমান আইনে আপনেরাও সেই ধর্ষণের ফসল ৷ অনুভুতিতে আঘাতের অপচেষ্টা করে কাপুরুষেরা কারণ তারা বোধবুদ্ধিহীন অপমানব, মজার বিষয় রিসেন্টলি নাস্তিকতাপূর্ণ আক্রমনাত্মক লেখায় বাংলাদেশের অসংখ্য মেয়ে অংশগ্রহন করছে ৷ আপনাদের ভাববার সুযোগ দেই, মোহাম্মদ (স) এর সমালোচনা করেন ঠিক আছে ! আগে বেশি না তার পবিত্র একটা ভালো গুনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে দেখান ! তারপর যোগ্যতায় আসেন সেই গুনের সমালোচনায় ! যদিও অযোগ্য আমি, অক্ষম উদাহরণ দেই,গত ১০০ বছরের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক তত্বের ব্যখ্যা সহ সমালোচনা কি সবাই করতে পারবে ? তাকে নি:সন্দেহে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, আপনি যদি তা না বোঝেন ভুলেও টু শব্দটি করবেননা, কারণ আপনি অক্ষম ! এইবার বলি এই আইনস্টাইনের চোখে যুগ শ্রেষ্ঠ মহামানব ছিল হজরত মোহাম্মদ (স) ! আগে নবী (স) এর গুনগুলো আয়ত্ব করে সমালোচনা করেন, যদি না করতে পারেন, কেউ কথা বলবার অধিকার রাখেনা ! এবং নি:সন্দেহে তিনি পাপ-পঙ্কিলতা মুক্ত ৷ আল্লাহ তাকে এবং আমাদের হেফাজত করুন ৷ .... অনিম ইউসুফ
Posted on: Sat, 14 Sep 2013 12:24:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015