রাত ২ টা বাজতে চললো। এখনো - TopicsExpress



          

রাত ২ টা বাজতে চললো। এখনো তপুর চোখে ঘুম নেই। তপুর এক হাতে সিগারেট আর এক হাতে ভদকা। গভীর নেশা তে মগন তপু। হঠাৎ ফোন এর স্কিনটা তে আলো জলে উঠলো। কেউ ফোন দিেয়ছে হয়তো।............... ফোন এর দিকে তাকিয়ে দেখে অনেকগুল মিস কল। নেশার ঘোরে বুঝতে পারে নি। নাম্বার টাও unknown।।। এতো রাতে কে ফোনন দিবে? তপু কে ফোন দেয়ার মতো তেমন কেউ নেই। আছে এক মাত্র শুধু বাবা। আর একজন ছিলো। তাও তপুকে একা করে চলে গেল বেশ কিছুদিন আগে। তপু ফোন ব্যাক করলো। কল ব্যাক করার সাথে সাথে ওপাশ থেকে ফোন রিসিভ করেই বলে উঠলো,, কিরে তপু। এতক্ষণ কোথায় ছিলি?? আমি কতোবার তোকে কল দিয়েছি।।।। কোথাও না। রোমেই ছিলাম। তাহলে ফোন ধরতে এতো দেরী করলি কেনো।। আর আমাকে চিনেছিস??? এতোদিনে তুই আমাকে এই চিনলি?? তুই ভাবলি কি করে আমি তোকে চিনব না???? তোর কন্ঠ শুনলেই বুজতে পারি তুই নিলা।। কেমন আছিস তই?? চেনার জন্য থ্যংকস। ভালোই আছি। তুই কেমন আছিস রে তপু??? আছি আগের মতই। যেমন রেখে গেছিলি আমাকে। এখন ও তেমন ই আছি। বাদ দে না তপু আগের কথা। সমাজে আমি তোকে নিয়ে থাকতে পারতাম না। তোকে কেও মেনে নিতো না আমার পাশে। শোন। আংকেল তোকে নিয়ে খুব টেমশনে আছেন। উনি বল্লেন তুই নাকি এখন নেশা টা খুব বাড়িয়ে দিয়েছিস। প্লিজ তপু তুই এইসব বাদ দে। জীবন টাকে এভাবে নষ্ট হতে দিস না তপু??? হা হা হা হা হা হা......!......!..!.!....! হাসির কি হলো?? আমি হাসার মতো তেমন কি বললাম???? ওই যে বললি জীবন টাকে এভাবে নষ্ট করছস???? এই প্রশ্নেন উত্তর তো আমার থেকে তুই ভালো জানিস রে নিলা। কেন উপহাস করিস এটা নিয়ে?? আমি তো নেশা করেই সব ভুলে থাকি। আর বাবার কথা বলিস??? উনার তো কোন টাইম ই নাই আমাকে নিয়ে ভাবার। বাবা তো ব্যবসা নিয়ে ভাবনাই শেষ করতে পারে না। আমাকে নিয়ে ভাববে কখন?????? সত্যই আংকেল তোকে নিয়ে খুব টেমশন করেন। তোর বেপারে সব ই বললেন আমাকে। আচ্ছা তপু তুই কি আমাকে এখনো ভালোবাসিস?????? বাদ দে না। এখন শুধু নেশা টাই আমাকে ভালবাসে।।।।। আচ্ছা নিলা আজ বাই। আবার কথা হবে।।।।।
Posted on: Tue, 23 Sep 2014 05:34:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015