রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- - TopicsExpress



          

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান ও পরাক্রান্ত আল্লাহ্ বলেনঃ “উদারতায় আমার চেয়ে বড় আর কে হতে পারে? আমি বান্দাদেরকে তাদের বিছানায় রক্ষণাবেক্ষণ করি, তারা যেন আমার অবাধ্য হয়নি। আর এটা আমার অনুকম্পা যে, আমি তওবাকারীর তওবা কবূল করি, যেন সে সর্বদা তওবাকারী ছিল। এমন কে আছে, যে আমার কাছে প্রার্থনা করেছে অথচ আমি তাকে তা দেইনি ? আমি কি কৃপন যে, আমার বান্দা কৃপণতার জন্য আমাকে দোষারোপ করবে”? দায়লামী এ হাদীসটি আবূ হুরায়রা (রাঃ) থেকে এবং তিনি আনাস (রাঃ) থেকে সংগ্রহকরেছেন। - হাদীসে কুদসী {collected} ₪ •• zakir naik এর যুক্তি তর্ক •• ₪ " পাঁচ মিশালী | Assorted "
Posted on: Tue, 13 Aug 2013 07:06:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015