সকালের দিকে একটা রবি - TopicsExpress



          

সকালের দিকে একটা রবি নাম্বার থেকে কল আসলো আমি, -হ্যালো আসসালামু আলাইকুম -ওলাইকুম স্যালো, কিয়া ত ছ্যামুন. . . (প্রথমে যে সালামের উত্তর দিছেন এটা বুঝছি তয় পরে কি কইলো বুঝলাম না) -কি বলছেন কিছু বুঝলাম না। -ইয় কিয়ত ছ্যামুন -কাকে চাইছেন? -তুন্দা রতনিতু ছু আ (ভাবলাম উনি রতনকে চাইছেন) -আপনি কি রতনকে চাইছেন? তাইলে রং নাম্বার। -আন্দা হূতা কি তো আ আ? (স্বরে বুঝলাম যে প্রশ্ন করতেছে) আমি একটু হাসি দিয়া কইলাম -আপনার ভাষা আমি বুঝতেছি না বাংলায় বলেন। -তুন্দা বলদিতু ছু আ (এইবার বুজলাম উনি বলছে আমি বলদ কি না) আমি সাহস করে বললাম -আন্দা বলদিতু নন্দা তুন্দা বলদিতু (আমি বলদ না আপনে বলদ) -তুন্দা খচ্চারুন্নত কান্দা লুন্তা তা ছাগলিতু ফন্তা মন্তা তা (মনে হচ্ছিলো গালি দিছে) এবার আমিও রাগন্বিত হয়ে বললাম -খুচকি নুতু ফুসকি আন্দা কুন্তু চুন্তু (আমি নিজেও জানি না কি বলছি) -খুন্তা পুতু অংয়িতংঅ পি কু লু আ তি ফুন্দি আ। বলেই লাইন টা কেটে দিলো এটা কোন ভাষা কেউ বলতে পারেন? আন্দা কিন্তু কিছুই বুঝি নাই তুন্দা কিছু বুঝছেন?
Posted on: Sat, 13 Jul 2013 05:07:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015