সহিহ আত্ তিরমিজি :: কুরআন - TopicsExpress



          

সহিহ আত্ তিরমিজি :: কুরআন তাফসীর অধ্যায় অধ্যায় ৪৭ :: হাদিস ৩৩৬৩ হান্নাদ ও আহমাদ ইবন মানী (র) ইবন আববাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন রাসুলুল্লাহ (সঃ) সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং ডাক দিলেনঃ ইয়া সাবাহ ওহে বিপজ্জনক ভোর ! এতে (প্রথাঅনুসারে) কুরায়শরা তার কাছে এসে জাম য়েত হয়। তিনি তাদের বললেন আমি তোমাদের সতর্ককারী আগত কঠিন আযাব থেকে। যদি আমি তোমাদের অবহিত করি যে শত্রুবাহিনী সন্ধ্যায় বা সকালে তোমাদের উপর চড়ার হচ্ছে। তোমরা কি মনে কর তোমরা কি আমাকে সত্য বলে বিশ্বাস করবে ? আবু লাহাব তখন বলেছিলঃ তোমার জন্য ধবংস এর জন্যই কি তুমি আমাদের একত্রিত করেছ ? এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা নাযিল করেন (..) আবু লাহাবের দু হাত ধবংস হয়েছে আর সে নিজেও হল ধবংস। হাদীসটি হাসান- সাহীহ। -------------------------------------------------------------------------------- Jami at-Tirmidhi :: Tafsir Part 47 :: Hadith 3363 Ibn Abbas narrated: “One day the Messenger of Allah ascended As-Safa and called out: ‘O people! Come at once!’ So the Quraish gathered before him. He said: ‘I am a warner for you before the coming of a severe punishment. Do you think that if I informed you that the enemy was preparing to attack you in the evening or in the morning, would you believe me?’ So Abu Lahab said: ‘Is it for this that you gathered us? May you perish?’ So Allah, Blessed is He and Most High, revealed: Perish the hands of Abu Lahad, perish he.” (Sahih)) Grade: Sahih (Darussalam
Posted on: Mon, 26 Jan 2015 12:03:22 +0000

Trending Topics



eight:30px;">
de rebelle 30 10 2013 La farce du meeting du 1er novembre et
HAVE TALENTS, AND VIDEO CAMERAS (H.D.) FOR INTERVIEWING,
The Leibniz-Institute for Regional Geography (IfL) in Leipzig
هذا العلم لا يتطلب اي معلومات او
Happy Diwali All My Music Lovers Friend And My Student

Recently Viewed Topics




© 2015