০১. নিচের কোনটি সুশাসন - TopicsExpress



          

০১. নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত ? (ক) স্বচ্ছতা (খ) জবাব দিহিতা (গ) শক্তিশালী প্রশাসনিক কাঠামো (ঘ) আইন প্রণয়ন উত্তরঃ জবাব দিহিতা ০২. নিচের কোনটি কোন দেশের ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে? (ক) সংবাদ মাধ্যম (খ) সুশীল সমাজ (গ) ধর্মীয় প্রতিষ্ঠান (ঘ) বিরোধী দল উত্তরঃ সংবাদ মাধ্যম ০৩. আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’ বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? (ক) ৩০নং (খ) ২৬নং (গ) ২৭নং (ঘ) ২৮নং উত্তরঃ ২৭নং ০৪. অপসংস্কৃতির দ্বারা কোন ধরনের মূল্যবোধ ব্যবহৃত হয়? (ক) রাজনৈতিক (খ) ব্যাক্তিগত (গ) সামাজিক (ঘ) ধর্মীয় উত্তরঃ সামাজিক ০৫. জাতীয় সত্তার দর্পন হিসেবে বিবেচিত নিচের কোন ধরনের মূল্যবোধ ? (ক) সামাজিক (খ) ধর্মীয় (গ) রাজনৈতিক (ঘ) অর্থনৈতিক উত্তরঃ সামাজিক ০৬. নিচের কোনটিকে আইনের ভিত্তি বলা হয়? (ক) নীতি (খ) ঔচিত্যবোধ (গ) মূল্যবোধ (ঘ) সু-শাসন উত্তরঃ মূল্যবোধ ০৭. নিচের কোন দুটির লক্ষ্য ও আলোচ্যবিষয় একই- (ক) অর্থনীতি ও রাজনীতি (খ) আইন ও নৈতিকতা (গ) নৈতিকতা ও সমাজবিজ্ঞান (ঘ) আইন ও সমাজ উত্তরঃ আইন ও নৈতিকতা ০৮. Morality কোন ভাষার শব্দ? (ক) ল্যাটিন শব্দ (খ) গ্রিক শব্দ (গ) ইংরেজি (ঘ) মান্দারিন উত্তরঃ ল্যাটিন শব্দ ০৯. মূল্যবোধকে দৃঢ় করে- (ক) শিক্ষা (খ) ঐক্য (গ) সামাজিক বণ্টন (ঘ) পরিবার উত্তরঃ শিক্ষা ১০. সুশাসন হলো-মূল্যবোধের একটি- (ক) অংশ (খ) প্রকার (গ) বিশ্বাস (ঘ) মাধ্যম উত্তরঃ প্রকার. Admin_Simon___.
Posted on: Mon, 05 Jan 2015 01:48:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015