১. দেশে তৈরি - TopicsExpress



          

১. দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি? ক. এম ভি বাংলাদেশি খ. এম ভি বাঙালি গ. এম ভি মধুমতি ঘ. এম ভি বঙ্গবন্ধু ২. ভারতের দিল্লি হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি কে? ক. প্রতিফা পাতিল খ. সরোজিনী নাইড় গ. বিজয় লক্ষ্মী পন্ডিত ঘ. গোরলা রোহিনী ৩. ১ এপ্রিল ২০১৪ থেকে সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? ক. ভূটান খ. মালদ্বীপ গ. আফগানিস্তান ঘ. ওপরের কোনোটিই নয় ৪. STP-এর পূর্ণরূপ কি? ক. Strategic Transport Plan খ. Strategic Transport Policy গ. Southem Transport Plan ঘ. Southem transport Policy ৫. প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে কোথায়? ক. সোনারগাঁ, নারায়ণগঞ্জ খ. মহাখালী, ঢাকা গ. গাজীপুর, ঢাকা ঘ. মেঘনা, কুমিল্লা ৬. প্রতি জেলায় শিশু আদালত গঠন করা হয় কবে? ক. ১২ এপ্রিল ২০১৪ খ. ১৩ এপ্রিল ২০১৪ গ. ১৪ এপ্রিল ২০১৪ ঘ. ১৫ এপ্রিল ২০১৪ ৭. সংবাদপত্রকে কবে ‘সেবাশিল্প’ হিসেবে ঘোষণা করা হয়? ক. ২০ ফেব্রুয়ারি ২০১৪ খ. ২১ ফেব্রুয়ারি ২০১৪ গ. ২২ ফেব্রুয়ারি ২০১৪ ঘ. ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ৮. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান প্রদর্শন পরিদপ্তরকে কবে ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’ করা হয়? ক. ১৫ জানুয়ারি ২০১৪ খ. ১৬ জানুয়ারি ২০১৪ গ. ১৭ জানুয়ারি ২০১৪ ঘ. ১৮ জানুয়ারি ২০১৪ ৯. সুইজারল্যান্ডের হোলসিম এবং ফ্রান্সের লাফার্জ সিমেন্ট কোম্পানি একীভূত হয়ে কোন নাম ধারণ করে? ক. লাফার্জহোলসিম খ. লাফাসিম গ লাফহোল ঘ. লাফার্জ হোল ১০. বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংক-এর বর্তমান কান্ট্র ডিরেক্টর বা আবাসিক পরিচালক কে? ক. কাজুহিকো হিগুচি (জাপান) খ. তেরেসা খোদ (যুক্তরাষ্ট্র) গ. জোহানেটস জট (নেদারল্যান্ডস) ঘ. রবার্ট গিবসন (ব্রিটেন) ১১. ‘রাশিয়ার রুটির ঝুড়ি’ বলা হতো কোন দেশকে? ক. বেলারুশ খ. ইউক্রেন গ. জর্জিয়া ঘ. এস্তোনিয়া ১২. আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? ক. ইউক্রেন খ. জার্মানি গ. ফ্রান্স ঘ. বেলজিয়াম ১৩. ১ এপ্রিল ২০১৪ বিশ্বের সর্বোচ্চ ভবন ‘কিংডমন টাওয়ার’-এর নির্মাণ কাজ শুরু হয় কোথায়? ক. জেদ্দা, সৌদি আরব খ. দুবাই, সংযুক্ত আরব আমিরাত গ. সাংহাই, চীন ঘ. টোকিও, জাপান ১৪. নির্মিতব্য বিশ্বের সর্বোচ্চ ভবন ‘কিংডম টাওয়ার’-এর উচ্চতা কত? ক. ১,০০০ মিটার বা ২,২৮০ ফুট খ. ১,১০০ মিটার বা ৩,৬,৬০৮ ফুট গ. ১,০৫০ মিটার বা ৩,৪৪৪ ফুট ঘ. ১,০২০ মিটার বা ৩,৩৪৬ মিটার ১৫. ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ক. ম্যানুয়েল ভ্যালাস খ. ফাসোয়্যাঁ ওঁলাদ গ. জিন মার্ক অ্যারল্ট ঘ. জন অ্যাসলে ১৬. মাল্টার দ্বিতীয় এবং বর্তমান নারী প্রেসিডেন্ট কে? ক. অগাথা বরবারা খ. জানেট জাগান গ. লরা সিনসিলা ঘ. ম্যারি লুইসে কোলেরিও প্রিকা ১৭. ৮ মে ২০১৪ কোস্টরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? ক. লুইস গুইল্লেরমো অলিম খ. লরা সিনসিলা গ. ড্যানিয়েল ওর্তেগা ঘ. জুয়ান ম্যানুয়েল ১৮. ন্যাটোর ১৫তম ও নতুন মহাসচিব কে? ক. জেনস স্টলটেনবার্গ (নরওয়ে) খ. আন্ডার্স ফগ রাসমূসেন (ডেনমার্ক) গ. হ্যাস্টিংস ইসমে (যুক্তরাজ্য) ঘ. জ্যান লুনডিন (সুইডেন) ১৯. জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)-এর বর্তমান মহাসচিব কে? ক. মুখহিসা কিটুয়ি (কেনিয়া) খ. হামদোন আইতরি (মালি) গ. কোজি সিকিমিজু (জাপান) ঘ. নাবিল আল আরবি (মিসর) ২০. আফ্রিকান ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট কে? ক. মোহাম্মদ ওরদ আবদেল আজিজ ( মৌরিতানিয়া) খ. গুডলাক জোনথেন (নাইজেরিয়া) গ. মনসেফ মারজৌকি (তিউনিসিয়া) ঘ. ম্যকি সাল ( সেনেগাল) ২১. ২৮ মার্চ ২০১৪ ইকোনমিক কম্যুনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক. বিশার আবদি রহমান ( কেনিয়া) খ. জন দ্রামিনি মাহামা (ঘানা) গ. বারতুন্দে অসোতিমোহিন (নাইজেরিয়া ঘ. আদলি মনসুর (মিসর) ২২. ৪ জুন ২০১৪ কোন দেশটি বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা-এর ১৮৭তম সদস্য পদ লাভ করবে? ক. দক্ষিণ সুদান খ. টুভ্যালু গ. সুদান ঘ. ইউক্রেন ২৩. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা- এর বর্তমান সদস্য দেশ কত? ক. ১২৭টি খ. ১২৮টি গ. ১২৯টি ঘ. ১৩০টি ২৪ ৪ মার্চ কোন দেশ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা-এর ১৩০তম সদস্যপদ লাভ করে? ক. ওমান খ. কুয়েত গ. সৌদি আরব ঘ. ইরান ২৫. ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-এর বর্তমান সদস্য দেশ কতটি? ক. ১৬১টি খ. ১৬২টি গ. ১৬৩টি ঘ. ১৬৪টি ২৬. ১৭ মার্চ ২০১৪ কোন দেশ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-এর সদস্যপদ লাভ করে? ক. টোঙ্গা খ. ভুটান গ. দক্ষিণ সুদান ঘ. ফিলিস্তিন ২৭. বর্তমানে দেশে কার্যক্রম চালু পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি? ক. ৩২টি খ. ৩৩টি গ. ৩৪টি ঘ. ৩৫টি ২৮. দেশের সর্বশেষ বা ৩৫তম কার্যক্রম শুরু করা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি খ. বরিশাল বিশ্ববিদ্যালয় গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘ. সিলেট কৃষ্টি বিশ্ববিদ্যালয় ২৯. ৭ এপ্রিল ২০১৪ ঢাকা বিশ্ববিদ্যালয় কাকে ‘ডক্তর অব সায়েন্স’ প্রদান করে? ক. বান কি মুন (মহাসচি, জাতিসংঘ) খ. থমাস বাথ (প্রেসিডেন্ট, আইওসি) গ. হেলে ক্লার্ক (প্রশাসক, ইউএনডিপি) ঘ. অধ্যাপক রোলফ হুয়ের (মহাপরিচালক, সার্ন) ৩০. ১৪ এপ্রিল ২৯১৪ ড. মুহাম্মদ ইউনূসের সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ে নোবেল চেয়ার স্থাপন করা হয়? ক. কলম্বিয়া ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র) খ. ন্যাশনাল সেন্ট্রাল ইুনিভার্সিটি (তাইওয়ান) গ. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড (ইংল্যান্ড) ঘ. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (ক্যালফোর্নিয়া) ৩১. ২০১৫ সালের ১ জানুয়ারি ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে কোন দেশ? ক. সুইডেন খ. লিথুয়ানিয়া গ. চেক প্রজাতন্ত্র ঘ. রোমানিয়া ৩২. বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস? ক. ভারত খ. চীন গ. সুদান ঘ. বাংলাদেশ ৩৩. বিশ্বে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? ক. ভারত খ. চীন গ. তুরস্ক ঘ. বাংলাদেশ ৩৪. প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? ক. ৬ষ্ঠ খ. ৭ম গ. ৮ম ঘ. ৯ম ৩৫. সাহিত্যক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোস-এর জীবনকাল কোনটি? ক. ৬ মার্চ ১৯২৭-১৭ এপ্রিল ২০১৪ খ. ৬ মার্চ ১৯২০-১৭ এপ্রিল ২০১২ গ. ৫ মার্চ ১৯২৭-১৫ এপ্রিল ২০১৪ ঘ. ৬ মার্চ ১৯২৬-১০ এপ্রিল ২০১৪ ৩৬. বাংলাদেশের প্রথম প্রতœ নাটক কোনটি? ক. সোমপুর কথন খ. শালবন গ. রাজবন কথন ঘ. ভাসু কথন ৩৭. নিচের কোন গানটির কণ্ঠশিল্পী বশির আহমেদ? ক. আকাশের হাতে আছে একরাশ নীল খ. অনেক সাধের ময়না আমার গ. খুঁজে খুঁজে জনম গেল ঘ. ওপরে সবগুলো ৩৮. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গর্ত : দ্য ট্রেঞ্চ অব ফিয়ার’-এর পরিচালক কে? ক. সালেকিন বিন লিয়াকত খ. গাজী মাযহারুল আনোয়ার গ. আনোয়ার পারভেজ ঘ. গাজী জাহাঙ্গীর ৩৯. ২০১৬ সালে ১৪তম আঙ্কটাড সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক. ব্রাজিল খ. জাম্বিয়া গ. মঙ্গোলিয়া ঘ. পেরু ৪০. ১৭ এপ্রিল ২০১৪ ইউক্রেন সংকট নিরসনে চতুর্পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত চুক্তির শিরোনাম কি? ক. জেনেভা স্টেটমেন্ট অব এপ্রিল ১৭ খ. প্যারিস স্টেটমেন্ট অব এপ্রিল ১৭ গ. মাদ্রিদ স্টেটমেন্ট অব এপ্রিল ১৮ ঘ. মস্কো স্টেটমেন্ট অব এপ্রিল ১৭ ৪১. ৪-৫ জুন ২০১৪ জি ৮-এর ৪তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক. ব্রাসেলস, বেলজিয়াম খ. মিলান, ইতালি গ. শিকাগো, যুক্তরাষ্ট্র ঘ. দি হেগ, নেদারল্যান্ডস ৪২. ৪-৫ সেপ্টেম্বর ২০১৪ ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক. লিসবন, পর্তুগাল খ. ওয়েলস, যুক্তরাজ্য গ. আঙ্কারা, তুরস্ক ঘ. রিগা, লাটভিয়া ৪৩. ২০১৪ সালের পঞ্চম ICC ওয়ার্ল্ড T20২০- এর এর চ্যাম্পিয়ন কোন দেশ? ক. দক্ষিণ আফ্রিকা খ. ইংল্যান্ড গ. ওয়েস্ট ইন্ডিজ ঘ. শ্রীলংকা ৪৪. ২০১৪ সালের পঞ্চম ICC ওয়ার্ল্ড T20২০ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? ক. বিরাট কোহলি খ. ইমরান তাহির গ. কুমার সাঙ্গাকারা ঘ. আহসান ামলিক ৪৫. ২০১৪ সালের ৪র্থ মহিলা ICC ওয়ার্ল্ট T20২০-এ চ্যাম্পিয়ন কোন দেশ? ক. ইংল্যান্ড খ. অস্ট্রেলিয়া গ. ওয়েস্ট ইন্ডিজ ঘ. দক্ষিণ আফ্রিকা ৪৬. ২০১৬ সালের ষষ্ঠ ICC ওয়াল্ট T20২০ কোথায় অনুষ্ঠিত হবে? ক. ওয়েস্ট ইন্ডিজ খ. দ. আফ্রিকা গ. ভারত ঘ. শ্রীলংকা ৪৮. প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৬ ছক্কা মারার রেকর্ডের অধিকারী কোন বাংলাদেশী? ক. জিয়াউর রহমান খ. মুক্তার আলী গ. নাঈমুল ইসলাম ঘ. সাকিব আল হাসান ৪৯. জাতীয় ক্রিকেট লীগে বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? ক. বরিশাল খ. ঢাকা গ. রাজশাহী ঘ. খুলনা ৫০. ২০১৪ সালের স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দল? ক. মোহামেডান খ. ফেনী সকার ক্লাব গ. মুক্তিযোদ্ধা ঘ. ব্রাদার্স ইউনিয়ন
Posted on: Tue, 14 Oct 2014 14:27:16 +0000

Recently Viewed Topics




© 2015