১২.১২.২০১২ তে পৃথিবী - TopicsExpress



          

১২.১২.২০১২ তে পৃথিবী ধ্বংস হইয়া যাইত , কেন হয় নাই জানেন ?? ঐ দিন থালাইভা র জন্মদিন সেলিব্রেট করা হবে , আর পৃথিবী কিনা ধ্বংস হবে ঐ দিন ?? দূরে গিয়া মর........!!! ১৯৫০ সালের ১২ ডিসেম্বর জন্ম গ্রহন করেন তিনি । আজকে তার ৬৪ তম জন্মদিন , এই বয়সেও নতুন মুভি বেরুচ্ছে তার , এবং অবশ্যই নায়ক (!) চরিত্রে । তার অভিনীত রোবট মুভিটা আমি যে কতবার দেখেছি বলে শেষ করতে পারব না ।। তার সিগেরেট ধরার স্টাইল , সানগ্লাস পরার স্টাইল বেশ পপুলার ,তার সংলাপ গুলো আজও পর্যন্ত বিভিন্ন মুভিতে ব্যবহার হচ্ছে । yanna rascela mind it , জো মে বলতা হু ও মে কারতা হু , জো মে নেহি বলতা ও মে ডেফিনিটলি কারতা হু । At the age of 24, I was a Bus Conductor- রজনীকান্ত এর এই কথাটা আমাকে বেশ অনুপ্রেরণা দেয় , যতই তাকে নিয়ে ফান করি না কেন , তার জীবনের সংগ্রাম আমাকে মুগ্ধ করে , নায়ক হয়ার পথে বাঁধা রং আর উচ্চতা দুটোকেই জয় করেছেন তিনি . অসচ্ছল জীবনের সাথে লড়াই করে কাটিয়েছেন তার শৈশব। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় তিনি নাটকে অভিনয় করতেন। তিনি ১৯৭৩ সালে মাদ্রাজ আসেন “মাদ্রাজ ফিল্ম ইনিস্টিটিউট” থেকে অভিনয়ের উপর ডিপ্লোমা পড়ার জন্য। তামিল চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে রজনীকান্ত একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ভারতীয় জনপ্রিয় সংস্কৃতিতে তিনি “ অভিনয় দেবতা” হিসেবে জনপ্রিয় হন। সিনেমায় তার আচরণ এবং সংলাপের ধরন তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখে। “শিবাজী” সিনেমায় অভিনয়ের জন্য তিনি ইন্ডিয়ান ২৬০ মিলিয়ন (US$৫.১৯ মিলিয়ন) সম্মানী নেওয়ার পর তিনি জ্যাকি চ্যানের পর এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন। . এবার Rajnikanthরজনীকান্ত নিয়ে কিছু জনপ্রিয় জোক্স বলি 1.Tense cricket game. 24 runs needed off 1 ball. Rajini hit the ball so hard it broke into four pieces and each scored a six. 2.Rajinikanth added Facebook as his friend. 3.Rajinikanth killed the Dead SEA 4.When Rajinikant logs on to facebook, facebook updates its status! 5.Rajinikanth was shot today... Tomorrow is the bullets funeral! 6.Rajinikanth was preparing for a spelling test, the rough sheet he used is known as Oxford Dictionary. 7.Rajinikanth already went to Moon and Mars, thats why there are no signs of life 8.Rajinikanth can make onions cry! 9.Rajinikanth can delete the Recycle Bin ! 10.Gmails email address gmail@rajinikanth 11.When Alexander Bell invented the telephone, he already had 3 missed calls from Rajinikanth 12.Once death has Near Rajinikanth experience happy birthday #rajnikanth :)
Posted on: Fri, 12 Dec 2014 09:39:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015