— ওই আমাকে একটা - TopicsExpress



          

— ওই আমাকে একটা হেল্প করতে পারবি ? — না । — কেন ? — আমি ফ্রেন্ডদের হেল্প করি না । — প্লিজ । — সরি , পারবো না । — তুই কি আমার ফ্রেন্ড ? — তোর কোনো সন্দেহ আছে ? — আছে । — আমারও সন্দেহ আছে । — কেন ? — কারণ তুই যদি আমাকে তোর ফ্রেন্ড ভাবতিস তাহলে হেল্প করার কথা বলতে পারতি না । — আজব তো । — হুম কিছুটা আজব । কিন্তু এটাই সত্য । — মানে কি ? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না । — তুই যদি আমার ফ্রেন্ড হইতি তাহলে হেল্প চাইতিস না । ফ্রেন্ডদের কাছে হেল্প চাইতে হয় না । দাবি করতে হয় । — উফফফফ ,,, তুই এতো কঠিন করে কথা বলিস ক্যান ? — কঠিন করে কথা বলিনি । তোর বুঝতে ভুল হইসে । — আচ্ছা বাবা মাফ চাইছি , হেল্প করা লাগবে না তোর আমাকে । তুই আমাকে ফেসবুকে একটা আইডি খুলে দে — তোকে তো কয়েকদিন আগেই একটা আইডি খুলে দিলাম । ওটা কি হইসে ? — ডিএকটিভেট করসি । — কেন ? — তিহার সাথে ঝগড়া বাধছে । — তুই আবারও ওর সাথে ঝগড়া করছিস ? — হ্যা । — কেন ? তুই কি জানিস ও তোকে কতো ভালবাসে ? — ওর অন্য ছেলের সাথে রিলেশন আসে । — নাই । — আসে । — তুই কিভাবে বুঝলি ওর অন্য কারোর সাথে রিলেশন আসে ? — কাল রাতে ও আমাকে ফোন করছিলো , আমি রিসিভ করি নাই । তারপর কিছুক্ষণ পরে আমি ওকে ফোন করসি বেশ কয়েকবার কিন্তু ওর ফোন বিজি ছিলো । — কয়টার দিকে ফোন করছিলি তুই ওকে ? — সাড়ে এগারোটার দিকে । — শুধু এতোটুকু দিয়েই বুঝে ফেললি যে ওর সাথে অন্য কারোর রিলেশন আসে ? — নাহলে ও এতক্ষণ কার সাথে কথা বলবে ? — ও যখন ফোন দিসিলো তখন রিসিভ করিস না কেন ? — মেজাজ খারাপ হচ্ছিলো । — তুই কি জানিস ও তোকে কেন ফোন করসিলো ? — না । — তুই যখন ওর ফোন বিজি পাইছিস তখন ও আমার সাথে কথা বলতেছিলো । — মানে ? — তুই ওর ফোন রিসিভ করিস নাই তারপর আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে । — কি বলিস তুই এসব ? — হুম ,, যা বলছি ঠিকই বলছি । — সত্যিই ও তোর সাথে কথা বলছিলো ? — হুম ,, খুব ভালবাসে মেয়েটা তোকে । ওকে আর কাঁদাইস না দোস্তো । কাহিনীটা এখানে শেষ হয়ে গেলেই পারতো । কিন্ত হইলো না । রাস্তার ভিতর সোহানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো তামীম । আর বললো : তুই আমার সব ভুল ভেঙে দিলি দোস্ত । সোহান তামীমের মুখে দুস্টামি করে একটা চড় দিয়ে বললো : এই বোকা , থাম । ফ্রেন্ডরা এমনই হয় । #Collect
Posted on: Wed, 17 Dec 2014 07:56:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015