✘ পোস্টটি পড়ার - TopicsExpress



          

✘ পোস্টটি পড়ার অনুরোধ রইলো ✘ ১. - আপা আমি যদি আপনার ঠোটে মাছের আইশ ঘষে দিই তবে আপনি কি করবেন? - বেয়াদব। এক চড়ে তোমার সব দাত ফেলে দেব। - তাহলে ঠোটে লিপিস্টিক লাগাইছেন ক্যান? জানেন না লিপিস্টিক মাছের আইশ দিয়ে তৈরি হয়। ২. - আপনি কি মুসলিম? আপনি কি সতী? - হ্যাঁ। কেন? সন্দেহ হয়? - তাহলে টিপ পরছেন ক্যান? ইব্রাহিম (আঃ) এর কাহিনী পড়েন নাই? জানেন না এটা বেশ্যাদের চিহ্ন? ৩. - আপা আপনি কি চান যে আপনার স্কিন- ক্যান্সার হোক? - কি যা তা বলছ? কেউ কি চায় যে তার এত বড় একটা রোগ হোক। - তাহলে ওড়নাটা ভাল করে গায়ে দেন। ২০০৪ সালে আমেরিকার সমীক্ষা মতে মেয়েদের স্কিন ক্যান্সারের প্রধান কারন ওড়না না ব্যাবহার করা। ৪. - আপনি কিসে পড়েন? বিশ্ব্বদ্যালয়ে । ওখানে কি লেখাপড়া শেখায়? না অসভ্যতা শেখায়? - মানে কি? ফাযলামি কর? বড়দের সম্মান করতে জানো না। - না মানে আপনার গায়ে গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যাণ্ট দেখে মনে হচ্ছে না যে ওখানে পড়ালেখা শেখায়। আর আপনি আমার সামনে যা পরে এসেছেন তাতে আমি আপনাকে অসম্মান করছি না। বরং আপনিই নিজেকে অসম্মান করার বস্তু হিসাবে ব্যাবহার করছেন l সেটা ভেবে দেখবেন। নিজেদের একটু সচেতনতা জীবন মরণ আর দোযখ বেহেশতের মাঝে ফারাক গড়ে দিতে পারে। # বিঃদ্রঃ লেখাগুলি জীবনের পারিপার্শ্বিক থেকে নেওয়া এবং এগুলি পুরাপুরি সত্য। কারো সাথে মিলে গেলে আমাকে দোষ দেয়ার আগে নিজে ভালোভাবে ভেবে দেখবেন। পোস্টটি পড়ে যদি কোন মেয়ের নিজ জীবনে একটুও পরিবর্তন আসে তবে নিজেকে সফল মনে করবো। পোস্ট টি ভাল লাগলে প্লিজ শেয়ার করুন l এতে অন্তত আপনার ফ্রেন্ড লিস্টের একজন মেয়ের চোখে পড়বে।..
Posted on: Sun, 21 Sep 2014 04:08:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015