A গ্রুপের জন্যঃ বাংলা ও - TopicsExpress



          

A গ্রুপের জন্যঃ বাংলা ও ইংরেজী, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ের উপর প্রত্যেকটিতে ২৫ করে ১২৫টি প্রশ্ন থাকবে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত প্রত্যেক পরীক্ষার্থীর জন্য অত্যাবশ্যক। বাংলা ও ইংরেজী এবং জীববিজ্ঞান হতে যেকোন একটির উত্তর দিতে হবে। তবে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ বিভাগের ক্ষেত্রে জীববিজ্ঞান হতে উত্তর দেয়া আবশ্যক। মোট নম্বর হবে ১০০। পরীক্ষার পাশ নম্বর ৪০। B গ্রুপের জন্যঃ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ের উপর প্রত্যেকটিতে ২৫ করে ১০০টি প্রশ্ন থাকবে। মোট নম্বর হবে ১০০। পরীক্ষার পাশ নম্বর ৪০। C গ্রুপের জন্যঃ বাংলা ও ইংরেজী বিষয়ে পরীক্ষা হবে। মোট নম্বর হবে ১০০। ইংরেজী বিষয়ে ৬০ এবং বাংলা বিষয়ে ৪০ নম্বর থাকবে। পরীক্ষায় পাশ নম্বর ৪০। তবে ইংরেজী এবং বাংলায় যথাক্রমে কমপক্ষে ৩০ ও ১০ নম্বর পেতে হবে। D গ্রুপের জন্যঃ বিজনেস এডমিনিস্ট্রেশন এবং ইকনোমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় গণিত-৩০ (মাধ্যমিক পর্যায়ের), ইংরেজি-৩০, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি-৩০ এবং সাধারণ জ্ঞান-১০। মোট নম্বর হবে ১০০। পরীক্ষায় পাশ নম্বর ৪০। ES সিরিজের Calculator আনা যাবে না। No Negative Marking .....!
Posted on: Mon, 22 Dec 2014 07:43:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015