Ajker Bangladesh, 16 January 2014: আজকের - TopicsExpress



          

Ajker Bangladesh, 16 January 2014: আজকের বিষয়: ‘মুখোমুখি খন্দকার মোশাররফ হোসেন’। আওয়ামী লীগের অনেক নেতাই টানা দ্বিতীয় দফা সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে খুব কম মন্ত্রীয় নবমের মতো দশম সংসদেরও মন্ত্রী হতে পেরেছেন। এ তালিকায় আছেন খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর-৩ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ সংসদ সদস্য আগের মতোই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাঁর আগের মেয়াদে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই জনশক্তি রপ্তানির দরজা বন্ধ হয়ে গেছে। তবে কম খরচে সরকারি উদ্যোগে মালয়েশিয়া শ্রমিক নেয়ার কার্যক্রম চালু হয়েছে। তবে এ প্রক্রিয়ার ধীরগতির বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতাও বিভিন্ন সময় চোখে পড়েছে। অসাধু আদম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে আপোষহীন দেখা গেছে খন্দকার মোশাররফ হোসেনকে। এসব নিয়েই আজকের আলোচনা। আজকের অতিথি: # প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। Post comments here, SMS 16232 using the hotkey AKBO or email [email protected]
Posted on: Thu, 16 Jan 2014 12:58:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015