Al –Qur’an ------ Surah (21) -------Al Ambia—--16 to 20 In - TopicsExpress



          

Al –Qur’an ------ Surah (21) -------Al Ambia—--16 to 20 In the Name of Allâh, the Most Beneficent, the Most Merciful بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ [16] وَما خَلَقنَا السَّماءَ وَالأَرضَ وَما بَينَهُما لٰعِبينَ [16] আকাশ পৃথিবী এতদুভয়ের মধ্যে যা আছে, তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। [16] We(Allah) created not the heavens and the earth and all that is between them for a (mere) play. [17] لَو أَرَدنا أَن نَتَّخِذَ لَهوًا لَاتَّخَذنٰهُ مِن لَدُنّا إِن كُنّا فٰعِلينَ [17] আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম, তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম, যদি আমাকে করতে হত। [17] Had We intended to take a pastime (i.e. a wife or a son), We could surely have taken it from Us, if We were going to do (that). [18] بَل نَقذِفُ بِالحَقِّ عَلَى البٰطِلِ فَيَدمَغُهُ فَإِذا هُوَ زاهِقٌ ۚ وَلَكُمُ الوَيلُ مِمّا تَصِفونَ [18] বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ। [18] Nay, We fling (send down) the truth (this Qurân) against the falsehood (disbelief), so it destroys it, and behold, it (falsehood) is vanished. And woe to you for that (lie) which you ascribe (to Allâh by uttering that Allâh has a wife and a son). [19] وَلَهُ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ ۚ وَمَن عِندَهُ لا يَستَكبِرونَ عَن عِبادَتِهِ وَلا يَستَحسِرونَ [19] নভোমন্ডল ও ভুমন্ডলে যারা আছে, তারা তাঁরই। আর যারা তাঁর সান্নিধ্যে আছে তারা তাঁর ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না। [19] To Him belongs whosoever is in the heavens and on earth. And those who are near Him (i.e. the angels) are not too proud to worship Him, nor are they weary (of His worship). [20] يُسَبِّحونَ الَّيلَ وَالنَّهارَ لا يَفتُرونَ [20] তারা রাত্রিদিন তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না। [20] They (i.e. the angels) glorify His Praises night and day, (and) they never slacken (to do so)
Posted on: Wed, 05 Nov 2014 02:15:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015