All animals are equal, but some animals are more equal than - TopicsExpress



          

All animals are equal, but some animals are more equal than others. ----- George Orwell. দিনের পর দিন মানুষ পুড়ছে। মায়ের বুক খালি হচ্ছে, পিতৃহারা হচ্ছে সন্তান আর নববধু আবার সাজছেন বিধবার সাজে। সংসারের একমত্র উপার্জন সক্ষম মানুষটি এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। মিছিলে মিছিলে মানুষ তাদের প্রিয় স্বজনকে দেখতে বার্ন ইউনিটে উপচে পরছে। ডাক্তার তার নিদ্রা বিসর্জন দিয়ে একের পর এক রুগীকে দিয়ে যাচ্ছেন তার স্বাদ্ধের সবটুকু। তাতেও কিছু হচ্ছে না। কারন এখনে আগুনে পোড়া রুগীর মিছিল এতই বড় যে, সেখানে না গেলে বোঝার বা অনুভব করার কোন উপায় নাই। এর মধ্যেই ঘটলো একটি স্বাভাবিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রীর ছোট ছেলে আরাফত রহমান কোকো। আর তাতেই টনক নড়ল সবার। বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই হুমরি খেয়ে গুলশানের বিএনপি কার্যালয়ের দিকে। কোকোর জীবন নিয়ে আলোচনা করার মত কিছু নাই। তিনি একজন দুর্নিতি পরয়ান মানুষ ছিলেন। দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখনও বিভিন্ন মামলা চলমান, আবার একটি মামলায় ছয় বছরের কারাদন্ডও হয়েছে। আর এমন একটি মানুষকে নিয়ে এতো বেসামাল এখন বংলাদেশের রজনীতি। চলছে এক্কা দোক্কা খেলা। আর এতেই বিএনপির তিন দিনের শোক পালন। অথচ, যখন আমার বাবা, আমার ভাই, আমার বোন পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য রাজপথে, ঠিক তখনই অপ্রত্যাশিত ভাবে তাদের গন্তব্য হয় বার্ন ইউনিটে। আর তখনি চলে একে অন্যের সাথে কাদা ছুড়াছুঁড়ি সংবাদ সম্মেলন আর কে কাকে কত ধরাশায়ী করতে পারবে। ঠিক তখনি অক্ষম জীবন নিয়ে আমাকে পার করতে হবে জীবনের অনেকটা পথ। আমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে প্রতিনিয়ত। এদিকে তাদের নূন্যতম নজর না থাকলেও ক্ষমতা তাদের চাই চাই। এভাবে পেট্রল বোমায় স্বজন হারানোর বেদনা তাদের কে বোঝাবে। আসলে ওরাই সাধারন মানুষ, আমরাই অসাধারন। জীবনের প্রতিটা ধাপে ধাপে এত ঝুকি নিয়ে যারা পার করছে প্রতিটাদিন তারা কি সাধারন মানুষ হতে পারে। ওদের রুটিন করা জীবন তাই ওরা সাধারন মানুষ। আর আমাদের সংগ্রামের জীবন, মাথার ঘাম পায়ে ফেলানো মানুষ আমরা। আমরা তো অসাধারন মানুষ হবো এটাই তো স্বাভাবিক। সধারণ মানুষ কি আর এতো জীবনের ঝুকি নিয়ে জীবন চালাতে পারে। দু:খ হচ্ছে আমরাই আমাদের পুড়ছি। একবারের জন্যেও ভাবছেনা, কার নির্দেশে কিসের জন্য এবং কেন এভাবে আগুনে পুড়িয়ে মারছে এই নিরাপরাধ নিরহ মানুষ গুলোকে। কারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কি করবে হিসাব কষছেনা যে পেট্রল বোমা মারছে। শুধুই কৌতুহল বসতো এমন উদ্ভট আচরণ। অথচ তার সামান্য একটু উদ্ভট আচরনের জন্য একটি পরিবার নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ ওই সব ক্ষমতা লোভী মানুষ গুলো যথা নিয়মে সাধারণই থেকে যাচ্ছে। আর অসাধারণ থেকে আরো অসাধারণ হচ্ছি আমরাই। আমাদের ঘুম ভাঙ্গবে কবে ? নাকি ভাঙ্গবেই না ? কাদের জন্য আন্দোলন করছি আমরা। ওরা তো ওরাই থেকে যাচ্ছে। আর আমরা আমাদের পুড়িয়ে জ্বালিয়ে মারছি। ওদের গায়ে আমরা ফুলের টোকাও দিতে দেই না। ওদের নিয়ে আমাদের ভাবনা অফুরন্ত। কিন্তু আমাদের জীবন নিয়ে কি ভাবছে ওরা। আগেও কি কখনো ভেবেছিল ওরা, সামনেও কি ওরা আমাদের নিয়ে ভাববে ? নাকি ওরা ওরাই থেকে যাবে। আর আমরাই আমাদের জীবন বিপন্ন করতে থাকবো।
Posted on: Sun, 25 Jan 2015 17:43:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015