❒❑❏❒ Brutal Match ❒❑❏❒ ঘটনাটি - TopicsExpress



          

❒❑❏❒ Brutal Match ❒❑❏❒ ঘটনাটি ২০০৫ এর দিকের summer slam এ মুখোমুখি হয় বর্তমানের দুই Hall of Fame । Shawn Michales এবং Hulk Hogan। এই ম্যাচটির সম্পর্কে জেনে আপনারা বুঝতে পারবেন WWE এর একটি ম্যাচে ধৈর্য কতটা জরুরি । ম্যাচের শুরুতেই Michales কে রিং এর বাইরে ফেলে দেয় Hogan । রিং এ উঠে দুইজন দুজনকে মারতে থাকে , এক পর্যায়ে Michales Hogan কে রিং সাইডে নিয়ে মারতে থাকে এবং এডভান্টেজ পায় । একসময় Hogan Michales কে Tiger Spin মারে এবং সে এডভান্টেজ পায় তখন সে Michales কে Multiple Punch মারতে থাকে কিন্তু একসময় Michales Hogan এর চোখে মারে এবং এডভান্টেজ নিয়ে নেয় । তারপর সে Hogan কে মারতেই থাকে কিন্তু একপর্যায়ে রেফারি তাকে সেখান থকে সরিয়ে নেয় কারন Hogan এর মাথা ফেটে রক্ত পরতে থাকে। তখন কমেন্ট্রি তে Booker T বলতে থাকে If Hulkamania Dies tonight itll be a die in a bloody mess তারপর Michales Hogan কে আবার মারতে গেলে Hogan উলটো তাকে Automatic Drop মারে কিন্তু দুজনেই পরে যায়। তখন Michales Hogan কে আবার Flying Four Arm মারে , তখন সে রিং সাইডে উঠে Diving Elbow Drop মারতে গেলে Hogan সেখান থেকে সরে যায় । তখন Hogan তার ডান হাতের একটি আঙ্গুল উঠিয়ে Michales কে দেখায় এবং জানিয়ে দেয় Hulkamania এখনও শেষ হয়ে যায়নি। তখন Hogan Michales কে Big Boot মারতে নিলে Michales রেফারির উপর পড়ে যায় এবং রেফারি রিং এর বাইরে গিয়ে পরে। তারপর Michales Hogan কে Modified figure-four leglock মারে তখন নতুন রেফারি আসলেও Hogan ট্যাপ আউট করেনা বরং রোপ ধরে ফেলে। তখন সে আবার Hogan কে মারতে গেলে Hogan Michales কে ধাক্কা মারে এবং সে দ্বিতীয়বারের মত রেফারির উপর পরে যায়। তখন Michales রিং এর বাইরে চলে যায় এবং কিছু সময় পরে Michales Hogan কে স্টিল চেয়ার দিয়ে মারে । তারপর সে রিং রপ এর উপর উঠে এবং Hogan কে diving elbow drop মারে তখন সে রেফারি কে দাড় করায়। তারপর সে ক্রাউড দের কে উত্তেজিত করতে থাকে Hogan কে উঠে দাড়ানোর জন্য। অবশেষে Hogan উঠে দাড়ানোর পর পরই সে তাকে Sweet Chin Music মারে। কিন্তু WWE ইতিহাসে Hogan একমাত্র সুপারস্টার যে Sweet Chin Music খাও্যার পরেই উঠে দাঁড়ায় এবং সাথে সাথে Michales কে Big Boot মারে এবং তারপরই সে তাকে Axe Bomber মারে এবং রেফারির কাউন্ট আউট এর মাধ্যমে ম্যাচটি জিতে নেয়। আশা করি ম্যাচটি আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে একটিভ থাকুন । Lunatic 3:16
Posted on: Sun, 21 Dec 2014 08:31:14 +0000

Trending Topics



83">Congratulations to Johnny Hudson, of Carpentersville, for winning
Work at home and change your life forever !! One of the Greatest

Recently Viewed Topics




© 2015