C Unit সম্পর্কিত কিছু তথ্য - TopicsExpress



          

C Unit সম্পর্কিত কিছু তথ্য : ★অনুষদ: ব্যবসা শিক্ষা অনুষদ (Faculty of Business Administration) ★পরীক্ষা বিভাগ: *C1 Unit for Business Studies(Commerce) *C2 Unit for Humanities(Arts) *C3 Unit for Science. ★আসন: মোট 709 টা *C1- 543 *C2- 122 *C3- 44 ★পরীক্ষা তারিখ ও সময় : *তারিখ : 08/11/2014 *সময় : C1 unit : সকাল 10:30AM. C2 & C3 unit: দুপুর 2:30 PM. ★মানবন্টন: #C1 unit: Bangla 10, English 30, Accounting 30, Management 30. #C2 unit: Bangla 10, English 30, Economics 60. #C3 unit: Bangla 10, English 30, Mathematics 60. ★বিষয়সমূহ: *Accounting & Information System. *Management Studies. *Finance & Banking. *Marketing studies & International Marketing. *Human Resources Management. *Banking. ★আসনবিন্যাস: আপনার Admit Card এ দেওয়া আছে। ★চান্স পাওয়া : ভাইয়া ও আপু এটা SSC/HSC পরীক্ষা না। এটাতে শুধু ভালো পরীক্ষা দিলেই নয়, আপনাকে সবার চেয়ে ভালো পরীক্ষা দেওয়ার লক্ষ রাখতে হবে। গত বছর শেষ কতো চান্স পাইছিলো ঐ হিসাব এখন বাদ দেন। ★সাজেশন: 2দিনে আপনাদের আর নতুন কিছু পড়া সম্ভব না। তাই যা পড়েছেন তা আরও ভালোভাবে ঝলাই করে নিন যেন জানা প্রশ্নের ভুল উত্তর না দিয়ে আসতে হয়॥ ★প্রশ্ন ফাঁস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁস হয় বলে কোন খবর কি কোন টেলিভিশন /পত্রিকায় পাইছেন? আযাইরা প্রতারণার ফাঁদে পা দিবেন না। Be Honest! ★পয়েন্ট খারাপ: ভাইয়া ও আপু, পয়েন্টে তো মাত্র 20 টা নম্বর । 100 নম্বরের পরীক্ষা টি ভালো ভাবে দেন । আপনার চান্স পাওয়া কে ঠেকায়??? ★ভাগ্য খারাপ : অনেকগুলো বিশ্ববিদ্যালয় / অনেকগুলো Unit এ পরীক্ষা দিয়েছেন । কোথাও আসে নি। এখানে ও আসবে না। আপনার ভাগ্য টা খারাপ বলে কপালকে দোষারোপ করে কপালের চৌদ্দ- পনেরো গুস্টি উদ্ধার করতেছেন। =>কি লাভ ভাই? যে সময় টা কপাল রে গালি মারায় ব্যায় করতেছেন ঐ সময় টা পড়ায় দেন। কোথাও হয়নি বলে যে এখানেও হবে না তা কে বললো??? ★সেশনজট : আপনাদের পড়াশোনার উপর নির্ভরশীল ॥ ★পরিশেষে : আপু ও ভাইয়া একটু ভালোভাবে পরীক্ষা টা দাও॥ সব ধরনের চিন্তা মাথা থেকে ছুড়ে ফেলে দাও॥ হয়তো তুমি একদিন কোন জুনিয়র কে এই কথাগুলো বলতে পারবা এক চবি শিক্ষার্থী হিসেবে। Chittagong University Admission Test Help Line আর হ্যাঁ, এই যে আপু/ ভাইয়া তোমার জন্যই অপেক্ষা করছে সবুজে ঘেরা পাহাড়ের পাদদেশে University of Shuttle train খ্যাত চবির একটি আসন। আপনি তৈরি তো??? . . . #নাজমূল_সামির
Posted on: Wed, 05 Nov 2014 09:08:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015