CCNA কি ? এ Course টি কাদের জন্য? - TopicsExpress



          

CCNA কি ? এ Course টি কাদের জন্য? কেন করবেন ? ....................................................................... CCNA কি: .............. Cisco Certified Network Associate যাকে সংক্ষেপে বলা হয় CCNA। এটি একটি বিশেষ ধরনের কম্পিউটার নেটওয়াকিং কোর্স। এই কোর্সের টাইটেল স্পন্সর হচ্ছে আমেরিকার Cisco Systems, Inc. এটি বিখ্যাত নেটওয়াকিং ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। Cisco এই কোর্স চালু করেছে তাদের প্রোডাক্টের পাবলিসিটি এবং দেশের দক্ষ জনবল তৈরী করার জন্য। Course টি কাদের জন্যঃ.............................. যারা নেটওয়াকিং সম্পর্কে জানতে আগ্রহী বা নেটওয়ার্কিং কে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য নেটওয়াকিং শিক্ষার শুরু হতে পারে CCNA কোর্সটি দিয়ে। অনেকে মনে করেন এইসব কোর্স কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েটদের জন্য। আসলে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন না করেও কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব। আমাদের দেশে আইএসপিগুলোতে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার এমনকি অনেক ব্যাংকে পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স কখনো পড়েননি। কিন্তু বিভিন্ন আইটি শিক্ষা প্রতিষ্ঠান, থেকে কম্পিউটার নেটওয়ার্ক বিষয়ে বিভিন্ন মেয়াদি Course সম্পন্ন করে জব মার্কেটে ঢুকে পড়েছে। কেন করবেন :................... CCNA Course টি সম্পন্ন করে সুযোগ রয়েছে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোতে। এছাড়া মোবাইল কোম্পানি, ব্যাংক, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, শেয়ার মার্কেট, মাল্টিন্যাশনাল ও ন্যাশনাল কোম্পানি, বায়িং হাউজে অর্থাৎ যেখানে কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট ব্যবহার করা হয় সেখানেই রয়েছে চাকরির সুযোগ। দিনে দিনে এই চাকরির বাজারটি আরো বড় হচ্ছে। Bdjobs এর মত জব সাইট থেকে নিজেই দেখে নিতে পারেন। তাই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যারা ভবিষ্যতে Network Administrator/ Network Engineer/ System Administrator/ System Engineer/ IT Officer/ IT Manager/ IT Support Engineer/ IT Executive/ Technical Instructor/ ICT Manager/ ICT Officer/ IT Technician ইত্যাদি বিষয়ে চাকরি পেতে চান তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে মূল্যবান Course টি হচ্ছে CCNA (200-120) ..........................................................................................
Posted on: Sun, 06 Oct 2013 11:02:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015