F1 : সহায়তাকারী কি হিসেবে - TopicsExpress



          

F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়। F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়। F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়। F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়। F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়। F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়। F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে। F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়। F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় । F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়। পোষ্টটি লিখেছেন: আবুল বাশার আবুল বাশার এই ব্লগে 36 টি পোষ্ট লিখেছেন . আমার সকল পোষ্ট pchelplinebd/?author=13 ....আপনারা সকলে ৫ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করি এবং অন্যকেও ৫ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন। আমার পোষ্ট গুলো গুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষামার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন। আবুল বাশার এর সকল পোষ্ট → ব্লগ সম্পর্কিত পোস্টঃ জেনে নিন কিবোর্ডের সবগুলো F এর কাজজেনে নিন কিবোর্ডের সবগুলো F এর কাজ Anti DeepFreeze – DeepFreeze ইন্সটল করে যারা ঝামেলায় পড়েছেন তাদের জন্য…Anti DeepFreeze – DeepFreeze ইন্সটল করে যারা ঝামেলায় পড়েছেন তাদের জন্য… Mozilla Firefox Short-cut KeysMozilla Firefox Short-cut Keys ভাইরাস দিবস: Avast 8 Internet Security 2013 || ৪৯.৯৯ ডলারের মাল একদম ফ্রীতে নিয়ে যান!!ভাইরাস দিবস: Avast 8 Internet Security 2013 || ৪৯.৯৯ ডলারের মাল একদম ফ্রীতে নিয়ে যান!! ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট হয়ে থাকলে; সমাধান দেখুন !ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট হয়ে থাকলে; সমাধান দেখুন ! # মুছে ফেলুন অপ্রয়োজনীয় ইভেন্ট ফাইল# মুছে ফেলুন অপ্রয়োজনীয় ইভেন্ট ফাইল আসুন সবাইকে জানাইঃFacebook2Google+0Twitter0EmailDiggLinkedIn0Pinterest0Reddit0StumbleUpon0 প্রকাশনার সময়ঃ২৬/০৫/২০১১ :৩:৫১ অপরাহ্ন । বিভাগঃপিসি টিপস & ট্রিক্স।প্রিন্ট ভার্সন প্রিন্ট ভার্সন | রিপোর্ট রিপোর্ট Favoriteপ্রিয়তে নিব ফেসবুক থেকে মন্তব্যঃ এই পোস্টে ৩টি মন্তব্য রয়েছেঃ 3 Rehan khan বলেছেন: ১০/০৯/২০১২; ৬:৫৭ অপরাহ্ন এ খুব ভালো টিপস দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ☺ জবাব দেবার জন্য লগইন করুন 2 mithun89 বলেছেন: ০৯/০৭/২০১২; ১২:১৮ পূর্বাহ্ন এ আবুল ভাসার ভাই খুব ভালো একটা পোস্ট করছেন ধন্যবাদ ভাই আপনাকে। জবাব দেবার জন্য লগইন করুন 1 মো: নাসির উদ্দিন বলেছেন: ২৬/০৬/২০১২; ৪:৪৬ অপরাহ্ন এ নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে। জবাব দেবার জন্য লগইন করুন মন্তব্য করুন
Posted on: Sat, 21 Sep 2013 10:32:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015